Sports

সাকিব-লিটনকে নিয়ে টেস্ট দল ঘোষণা বাংলাদেশ
উইকিপিডিয়া কমন্স

সাকিব-লিটনকে নিয়ে টেস্ট দল ঘোষণা

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 02 Apr 2023, 11:21 pm

ঢাকা, ১ এপ্রিল ২০২৩ : আইপিএলে সাকিবদের এনওসি ইস্যুতে টালমাটাল ছিল সবকিছু। তবে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অটল থেকেছে বিসিবি।

কেননা আইরিশদের বিপক্ষে এই টেস্ট দলে রয়েছেন সাকিব আল হাসান এবং লিটন দাস। দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটার সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় দলে নেই জাকির হাসান। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ এপ্রিল।

বাংলাদেশের টেস্ট দল: সাকিব আল হাসান, লিটন দাস, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম এবং মাহমুদুল হাসান জয়।

আগের ৫ ম্যাচের একটি বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে ১টি পয়েন্টই ছিল অর্জন। বাকি চারটিতে গো-হারা হেরেছিলো ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। আর আগের ম্যাচে তো মাশরাফির লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে অলআউট হয়েছিলো ৮০ রানে। জবাবে ৮.২ ওভারেই ১০ উইকেটের বিনিময়ে জয় তুলে নেয় রূপগঞ্জ।

এদিকে ঘরোয়অ ক্রিকেটে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং রনি তালুকদারকে শনিবার খেলালো মোহাডেমান। জাতীয় দলের এই তিন ক্রিকেটারের ফেরার সঙ্গে সঙ্গেই বদলে গেলো মোহামেডান এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২২ রানে হারিয়ে এবারের লিগে তুলে নিলো প্রথম জয়।

টস জিতে মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসানকে ব্যাট করার আমন্ত্রণ জানায় শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাট করতে নেমে ৭৯ রানের জুটি গড়ে তোলেন মোহামেডানের দুই ওপেনার রনি তালুকদার এবং ইমরুল কায়েস। ৪৪ বলৈ ৩২ রান করে রনি আউট হয়ে গেলেও ইমরুল কায়েস একপাশ আগলে রেখে ৮৬ রানের অসাধারণ এক ইনিংস উপহার দেন।

শেষ দিকে এসে আরিফুল হক এবং ইংল্যান্ডের জ্যাক লিন্টট ঝড়ো ব্যাটিং করে মোহামেডানকে ২৯০ রানের পুঁজি এনে দেন। ৩১ বলে অপরাজিত ৩৯ রান করেন আরিফুল। ৪টি ছক্কার মার মারেন তিনি। এছাড়া জ্যাক লিন্টট ১০ বলে করেন ২৪ রান। এর আগে মিডল অর্ডারে ৪৮ রানের দারুণ কার্যকরী এক ইনিংস উপহার দেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ- দু’জনই আউট হন ৫ রান করে। ৮ রান করে আউট হন সৌম্য সরকার। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে মোহামেডান।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023