Sports

সাকিব-ইফতিখারের জুটিতে বিশ্বরেকর্ড বিপিএল | পার্টনারশীপ
সংগৃহিত সাকিব ও ইফতিখার

সাকিব-ইফতিখারের জুটিতে বিশ্বরেকর্ড

Bangladesh Live News | @banglalivenews | 20 Jan 2023, 09:32 pm

ক্রিড়া প্রতিবেদক, ঢাকা, ২০ জানুয়ারি ২০২৩: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার রানের নহর বইয়ে দিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান ও পাকিস্তানি রিক্রুট ইফতিখার আহমেদ। তাদের ব্যাট থেকে চার ও ছক্কার ফুলঝুরি ছুটেছে।

সাকিব ৬টি আর ইফতিখার ৯টি ছক্কা হাঁকিয়ে মাঠ গরম করে ফেলেন। পাশাপাশি তারা দুজন বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন। যার মধ্যে আছে বিশ্বরেকর্ডও।

পঞ্চম উইকেটে বিপিএলের সবচেয়ে বড় জুটির নতুন রেকর্ডস্রষ্টা সাকিব ও ইফতিখার। রংপুর রাইডার্সের বিপক্ষে তারা দুজন পঞ্চম উইকেটে ১৯২ রান করে ভেঙেছেন ওয়েস্ট ইন্ডিয়ান চ্যাডউইক ওয়ালটন ও বাংলাদেশের মেহেদি হাসান মিরাজের ১১৫ রানের রেকর্ড। ওয়ালটন ও মিরাজ গত আসরে শেরে বাংলা স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে ১১৫ রানের জুটি গড়েছিলেন।

এছাড়া ইফতিখার ও সাকিব বিপিএলে যে কোন উইকেট জুটিতে তৃতীয় সর্বাধিক রানেরও নতুন রেকর্ড তৈরি করেছেন। বিপিএলে যে কোনো উইকেটে সাকিব ও ইফতিখারের চেয়ে বড় জুটি গড়ার কৃতিত্ব আছে কেবল দুটি। যার সবচেয়ে বড় জুটি দুই বিদেশি ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট ক্রিস গেইল ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালামের।

তারা দুজন রংপুর রাইডার্সের হয়ে ২০১৭ সালে শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দ্বিতীয় উইকেটে গড়েছিলেন ২০১ রানের বড় জুটি। দ্বিতীয় সর্বাধিক রানের জুটি কিউই ওপেনার ল্যু ভিনসেন্ট ও শাহরিয়ার নাফীসের। এ দুজন খুলনা রয়্যাল বেঙ্গলসের হয়ে দুরন্ত রাজশাহীর বিপক্ষে ২০১৩ সালে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম উইকেটে ১৯৭ রান তুলে দিয়েছিলেন।

শুধু এসব রেকর্ডই নয়। বিপিএল তো বটেই, টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চম উইকেটে বিশ্বরেকর্ড গড়েছেন সাকিব আল হাসান ও ইফতিখার আহমেদ।

পঞ্চম উইকেটে ১৯২ রান করার পথে সাকিব ও ইফতিখার ছাড়িয়ে গেছেন ড্যান মসলি ও অ্যাডাম হোসের করা ১৭১ রানের রেকর্ডকে।

এরা দুজন ইংল্যান্ডের টি-টোয়েন্টি আসরে বার্মিংহামের হয়ে ২০২০ সালে পঞ্চম উইকেটে ১৭১ রানের জুটি গড়েছিলেন। এতকাল টি-টোযেন্টি ফরম্যাটে পঞ্চম উইকেট জুটিতে সেটাই ছিল সবচেয়ে বড় জুটি।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023