Sports

ইংল্যান্ড ১৫ রানে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ

ইংল্যান্ড ১৫ রানে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ

| | 09 Mar 2015, 08:02 am
অ্যাডিলেড, মার্চ ৯- অ্যাডিলেডের মাঠে ইতিহাস সৃষ্টি করে সোমবার বাংলাদেশ ১৫ রানে ইংল্যান্ডেকে হারিয়ে বিশ্বকাপের শেষ আটে পৌঁছেছে।

মাহমুদুল্লাহর শতক ও রুবেল হোসেনের দুর্দান্ত বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পরে ইংল্যান্ড।

 

প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৭৫ রান তোলার পরে বাংলাদেশের বোলারেরা ২৬০ রানে অলআউট করে তিনবার বিশ্বকাপ ফাইনাল খেলা দলকে।

 

শুরুটা খুব খারাপ না করলেও এক সময় ৫ উইকেটে ১৩২ পৌঁছায় ইংল্যান্ড।

 

ইয়ান বেল (৬৩) ও জস বাটলার (৬৫) ব্যাটে রান পেলেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি তাদের দলকে। শেষে ক্রিস ওকস (৪২) চেষ্টা করলেও আর কাউকে না পেয়ে ২৭৬ রানে পৌঁছাতে পারলো না ইংল্যান্ডে।

 

রুবেল হোসেনে একা চার উইকেট তুলে শেষ করে দেয় ইংল্যান্ডকে।

 

এই ম্যাচেই, প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে শতরান করেছেন মাহমুদুল্লাহ। ১৩৮ বলের ইনিংসে মেরেছেন ৭টি চার ও ২টি ছক্কা।

 

ইনিংসের প্রথম দিকে জেমস অ্যান্ডারসনের জোড়া ধাক্কায় ইমরুল কায়েস (২) ও তামিম ইকবালকে (২) হারিয়ে সমস্যায় পরলেও পরে মাহমুদুল্লাহ, সৌম্য সরকার (৪০) ও মুশফিকুর রহিম (৮৯) মিলে ২৭৫ রান তোলেন স্কোরবোর্ডে।

 

এই হারের ফলে বিশ্বকাপের আসর থেকে ছিটকে বেরিয়ে গেল ইংল্যান্ড। পাঁচ ম্যাচ খেলে মাত্র একটি জেতায় ওয়েন মর্গ্যানের দল খুব একটা হাসি মুখে ফিরতে পারবে না দেশে।

 

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সাথে দেখা হতে পারে ভারতের সাথে। ২০০৭ সালে এই বিশ্বকাপের মঞ্চেই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। তবে ২০১১ সালে এম এস ধোনীর দলের কাছে হারতে হয়েছিল বাংলার বাঘদের।

 

হারের পরে ইংল্যান্ডের প্রাক্তণ অধিনায়ক মাইকেল ভন টুইটারে লেখেনঃ "ভাবিনি ইংল্যান্ড বিশ্বকাপ জিতবে। তবে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে ভেবেছিলাম।"
 

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023