Sports

জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে চতুর্থবারের মতো করোনা পজিটিভ জেমি ডে

জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে চতুর্থবারের মতো করোনা পজিটিভ

Bangladesh Live News | @banglalivenews | 26 Nov 2020, 07:43 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৬ নভেম্বর ২০২০: টানা চতুর্থবারের মতো করোনা পজিটিভ হয়েছেন জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে। বুধবার করোনা পরীক্ষার স্যাম্পল দেন তিনি। বৃহষ্পতিবার সকালে তিনি নিজেই জানান চতুর্থবার করোনা পজিটিভ হওয়ার কথা।

কাতারে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে যাওয়া বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে উতালা হয়ে আছেন জেমি ডে। এ কারণে বারবার করোনা টেস্ট করাচ্ছেন তিনি।

কিন্তু চারবার পরীক্ষা করিয়েও নেগেটিভ রেজাল্ট আসেনি তার। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে করোনা পজিটিভ হয়েছিলেন বাংলাদেশ দলের কোচ। যে কারণে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ডাগআউটে থাকতে পারেননি।

এরপর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশ দল চলে যায় কাতারে। অথচ, কোচ জেমি ডে যেতে পারেননি তাদের সঙ্গে। সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস দল নিয়ে কাতার যান ১৯ নভেম্বর। জেমি চেষ্টা করছেন ম্যাচের আগেই কাতার গিয়ে পৌঁছাতে। এতে করে বাংলাদেশ দলের ফুটবলাররা মানসিকভাবে চাঙ্গা হতে পারবেন হয়তো।

কিন্তু বারবার পরীক্ষার পরও নেগেটিভ হতে পারছেন না। জেমি ডে জাগো নিউজকে জানিয়েছেন, ‘রোববার আবার পরীক্ষা করাবেন। যদি নেগেটিভ রেজাল্ট আসেক, তাহলে কাতার গিয়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন। না হয়, আর তার পক্ষে কাতার যাওয়া সম্ভব হবে না।’

এদিকে ইংলিশ কোচ শেষ পর্যন্ত ডাগ আউটে না থাকলে দলে বেশ ভালো প্রভাব পড়বে বলে মনে করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

'নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগেই জেমি পজিটিভ হয়েছে। নেপাল ম্যাচে প্রভাব পড়বে না, খেলোয়াড়রা বলেছিল। তা সঠিক একদিক দিয়ে। তবে কাতারের বিপক্ষে ম্যাচে প্রভাব পড়বে যদি জেমি না থাকে। এতে অনেক প্রভাব পড়বে। আমার ব্যক্তিগত মতামত। আমি মনে করি, নেতিবাচক হবে।’

নেপালের বিপক্ষে বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে কাতারের বিপক্ষে এই ফর্মেশনে খেলার সুযোগ দেখছেন না সালাউদ্দিন। বিশ্বকাপ বাছাই ম্যাচে নতুন কৌশল লাগবে। আর সেটি ডে না থাকলে সম্ভব হবে বলে মনে করছেন না বাফুফে প্রধান। 

‘নেপালের বিপক্ষে যে স্টাইলে খেলা হয়েছে, সেটা কাতারের বিপক্ষে হবে না। ভিন্ন স্টাইলে খেলা হবে। এখন ডে যদি না থাকে তাহলে সহকারী কোচ সেই পরিকল্পনায় খেলাতে পারবে কিনা, তা নিয়ে সন্দেহ আছে। জেমির অভাবটা দল অনুভব করবেই।’

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023