Sports

টি-২০ স্কোয়াডে সাকিব-মুশফিকসহ বাদ পড়লো ৬ জন টি-২০ স্কোয়াড
twitter.com/BCBtigers পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে অনুশীলন করছেন বাংলাদেশের খেলোয়াড়রা

টি-২০ স্কোয়াডে সাকিব-মুশফিকসহ বাদ পড়লো ৬ জন

Bangladesh Live News | @banglalivenews | 17 Nov 2021, 11:40 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৭ নভেম্বর ২০২১: বিশ্বকাপে তুমুল ব্যর্থতার পর দলের মধ্যে একাধিক পরিবর্তন আসবে, এটা ছিল জানা কথা। বিশেষ করে তরুণদের প্রাধান্য দিয়ে টি-টোয়েন্টি স্কোয়াড গঠন করা হবে, তা ছিল অনুমেয়। অবশেষে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকরা।

এই দলে ঠাঁই পেয়েছেন চার নতুন মুখ। সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর আলী।

সাইফ হাসান এর আগে ওয়ানডে এবং টেস্ট দলে থাকলেও টি-টোয়েন্টিতে এবারই প্রথম। ইয়াসির আলি রাব্বি বেশ কয়েকবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু অভিষেক হয়নি এখনও তার কোনো ফরম্যাটেই। শহিদুল ইসলাম এবং আকবর হোসেন একেবারেই নতুন।

বিশ্বকাপে যারপরনাই ব্যর্থতার কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, লিটন দাস, সৌম্য সরকার, রুবেল হোসেন ও সাইফউদ্দিন।

বিশ্বকাপে সেমিফাইনালে খেলার আশা নিয়ে গিয়ে চরম ভরাডুবি ঘটেছে বাংলাদেশ দলের। প্রথম পর্বেই (বাছাই পর্ব) স্কটল্যান্ডের কাছে হেরেছিল টাইগাররা। এরপর ওমান এবং পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতে সুপার টুয়েলভে উঠলেও এ পর্বে যারপরনাই হতাশ করেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

এর মধ্যে ইনজুরির কারণে সুপার টুয়েলভের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি সাকিব আল হাসান। ওই সময় অবশ্য সাকিবের পরিবর্তে আর কাউকে দলে নেয়াও হয়নি। সাকিব আল হাসান সুস্থ হয়ে দেশে ফিরে এলেও তাকে টি-টোয়েন্টিতে নেয়া হয়নি। হয়তো টেস্ট স্কোয়াডে রাখা হবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

মুশফিক, সৌম্য এবং লিটন দাসের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংই মূলত বিশ্বকাপে বাংলাদেশকে ডুবিয়েছে। যে কারণে পাকিস্তানের বিপক্ষে এই তিনজনকে দলে নেয়া হয়নি। এছাড়া বিশ্বকাপে দলের সঙ্গে রিজার্ভ হিসেবে থাকলেও পরে সাইফউদ্দিনের ইনজুরির কারণে মূল স্কোয়াডে জায়গা পান রুবেল হোসেন। পাকিস্তানের বিপক্ষে বাদ পড়েছেন তিনিও। সাইফউদ্দিন তো ইনজুরিতেই রয়েছেন। তাকেও এবারের টি-টোয়েন্টি দলে নেয়া হলো না।

দলে ফিরিয়ে আনা হয়েছে টপ অর্ডার নাজমুল হোসেন শান্ত এবং লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে। দলের পেস ডিপার্টমেন্টের নেতৃত্ব দেবেন মোস্তাফিজুর রহমান। তার সঙ্গে রয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং শহিদুল ইসলাম।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: -

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর আলী।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023