Sports

বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়রের ওয়ালশ জুনিয়র
twitter.com/windiescricket হেইডেন ওয়ালশ জুনিয়র

বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়রের

Bangladesh Live News | @banglalivenews | 15 Jan 2021, 09:21 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৫ জানুয়ারি ২০২১: কোভিড-১৯ ‘নেগেটিভ’ সার্টিফিকেট পাওয়াতেই বাংলাদেশের উদ্দেশে উড়াল দেওয়ার অনুমতি মিলেছিল হেইডেন ওয়ালশ জুনিয়রের। ঢাকা পৌঁছে করা পরীক্ষাতেও নেগেটিভ এসেছিলেন এই লেগ স্পিনার। কিন্তু গত বুধবার ও বৃহস্পতিবার দুই টেস্টেই পজিটিভ এসেছেন ওয়ালশ জুনিয়র। এখন আইসোলেশনে থাকায় খেলতে পারবেন না ওয়ানডে সিরিজ।

৫০ ওভারের সিরিজের তিন ম্যাচের পর দুটি টেস্ট খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এখন চলছে ওয়ানডের প্রস্তুতি। বৃহস্পতিবার থেকে অনুশীলনের সুযোগ পেয়েছে ক্যারিবিয়ানরা। সবশেষ পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটাররাই অনুশীলন করছেন। বাংলাদেশ সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ দলের বাকিরা নেগেটিভ হলেও শুধুমাত্র পজিটিভ এসেছেন ওয়ালশ জুনিয়র।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না এই লেগ স্পিনারের। অবশ্য তার জায়গায় অন্য কারও নাম এখনও যোগ করেনি তারা। শুধুমাত্র ওয়ানডের স্কোয়াডেই আছেন ওয়ালশ জুনিয়র। ক্যাবিরিয়ান বোর্ড জানিয়েছে, বুধবারের পরীক্ষায় ওয়ালশ জুনিয়র পজিটিভ আসার পর বৃহস্পতিবার নিশ্চিত হতে আবারও পরীক্ষা করা হয় এবং সেখানেও ফল পজিটিভ এসেছে।

গত রবিবার ঢাকায় পৌঁছানোর পর পুরো ওয়েস্ট ইন্ডিজ দল আইসোলেশনে আছে। অনুশীলনে নামার আগে এই সময়ের মধ্যে স্কোয়াডের খেলোয়াড়রাও একে অন্যের সংস্পর্শে আসেনি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘দুটো পিসিআর পরীক্ষার ফল নেগেটিভ না আসা পর্যন্ত আইসোলেশনে থাকবেন ওয়ালশ জুনিয়র। যে কারণে তিনি বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাইরে থাকবেন।’

২০ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের লড়াই। এরপর ২২ ও ২৫ জানুয়ারি সিরিজের বাকি দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023