Sports

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টঃ শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় থাকল ক্রিকেট প্রেমীরা

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টঃ শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষায় থাকল ক্রিকেট প্রেমীরা

| | 07 Nov 2014, 01:34 am
খুলনা, নভেম্বর ৬- চার দিনের খেলার শেষে, বেশ রোমাঞ্চকর জায়গায় পৌঁছে গেছে খুলনা টেস্ট ম্যাছ।

জিম্বাবুয়ের বিপক্ষে, দিনের শেষে  পাঁচ উইকেট হারিয়ে ২০১ রান করে খুব খারাপ জায়গায় নেই বাংলাদেশ।  ২৬৬ রানে এগিয়ে আছে আতিথিদের প্রথম ইনিংসের রানের থেকে।

বাংলাদেশের হয়ে মাহমুদুল্লাহ ৬৩ ও শুভাগত হোম চৌধুরী ২৩ রান করে ক্রিজে আছেন।

কালকে সকালে দুজঙ্কেই দ্রুত রান তুলে একটা লড়াইয়ের জন্য প্রস্তুত করতে হবে দলকে।

 দ্বিতীয় ইনিংসে, ১৪৫ রানে ৫ উইকেট হারিয়ে এক সময় বেশ ছাপ্রে পরে গেছিল বাংলাদেশ।

সেই সময় ফিরে গেছেন তামিম ইকবাল (২০), শামসুর রহমান (২৩), মুমিনুল (৫৪), সাকিব আল হাসান (৬) ও মুশফিকুর রহিম (০)। ম্যালকম ওয়ালার চার উইকেট তুলে নিয়ে বেশ বেকায়দায় ফেলে দিয়েছিলেন বাংলাদেশকে।

এই সময় ম্যাচে বেশ ভালোভাবে দেশকে ফিরিয়ে আনেন  মাহমুদুল্লাহ  ও চৌধুরী। দুজনে মিলে ষষ্ঠ উইকেটে ৫৬ রানের জুটি গড়েছেন।

মাত্র ৩৭ রানে শেষ ৫ উইকেট হারিয়ে, জিম্বাবুয়ের প্রথম ইনিংস আজ ৩৬৮ রানে শেষ হয়ে যায়।

দলটি গতকাল ৫ উইকেটে ৩৩১ রান তুলে দিনের খেলা শেষ করেছিল।

 এই ইনিংসে, ৮০ রানে ৫ উইকেট নিয়ে সাকিব বাংলাদেশের বোলাদের  মধ্যে সব থেকে ভালো বল করেছে।

জিম্বাবুয়ের হ্যামিল্টন মাসাকাদজা (১৫৮) ও  চাকাবভা (১০১)দুজনেই  শতক করেছেন।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023