Sports

র‌্যাংকিংয়ে বাংলাদেশের হয়ে ইতিহাস লিটনের লিটন দাস | আইসিসি র‌্যাংকিং
ফাইল ছবি লিটন দাস

র‌্যাংকিংয়ে বাংলাদেশের হয়ে ইতিহাস লিটনের

Bangladesh Live News | @banglalivenews | 02 Jun 2022, 06:41 pm

ক্রিড়া প্রতিবেদক, ঢাকা, ২ জুন ২০২২: রীতিমতো স্বপ্নের ফর্মে আছেন লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্টেও দুই ইনিংসে তার উইলো থেকে বেরিয়ে আসে ১৪১ আর ৫২ রান। দল হারলেও এমন পারফরম্যান্সের বড় পুরস্কার পেলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক এই ব্যাটার। বুধবার প্রকাশিত আইসিসির সর্বশেষ র‌্যাংকিং অনুসারে, দেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ র‌্যাংকিং এবং সর্বোচ্চ রেটিং পয়েন্টের মালিক হয়েছেন লিটন।

আইসিসির র‌্যাংকিংয়ে লিটনের রেটিং পয়েন্ট এখন ৭২৪। বাংলাদেশের টেস্ট ইতিহাসে তার আগে সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জনের রেকর্ডটি ছিল তামিমের। ২০১৭ সালের আগস্টে তামিম রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন ৭০৯।

এছাড়া রেকর্ড রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়েও বড় উন্নতি হয়েছে লিটনের। ১৭ থেকে পাঁচ ধাপ এগিয়ে ১২তম অবস্থানে উঠে এসেছেন ডানহাতি এই ব্যাটার।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে এর আগে কোনো ব্যাটারের সর্বোচ্চ র‌্যাংকিং ছিল ১৪ নম্বর অবস্থান (তামিম ইকবাল)। এছাড়া মুশফিকুর রহিম একবার ১৬ নম্বরে উঠে এসেছিলেন।

এখন মুশফিক ১৭ নম্বরে। মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ১৭৫ রানের পর দ্বিতীয় ইনিংসে তিনি করেন ২৩ রান। এতে আট ধাপ এগিয়ে নিউজিল্যান্ডের হেনরি নিকোলসের সঙ্গে ১৭তম অবস্থানে এসেছেন মিস্টার ডিপেন্ডেবল।

এদিকে ক্যারিয়ারে প্রথমবারের মতো জোড়া শূন্য মেরে তামিম নেমে গেছেন পাঁচ ধাপ। বর্তমানে ৩২তম অবস্থানে আছেন দেশসেরা এই ওপেনার। দুই ইনিংসে ৯ আর শূন্য করে অবনতি হয়েছে মুমিনুল হকেরও। তিনি নেমে গেছেন ৬৪তম অবস্থানে। সাকিব আগের মতোই ব্যাটিং র‌্যাংকিংয়ে ৪৩তম স্থানে।

শ্রীলঙ্কার ব্যাটার সিরিজের শেষ টেস্টে ১৪৫ রানের ইনিংস খেলে পাঁচ ধাপ এগিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। বর্তমানে তিনি আছেন ১৫তম স্থানে। দিনেশ চান্দিমাল ৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৪তম অবস্থানে।

বোলিং র‌্যাংকিংয়ে বাংলাদেশের এবাদত হোসেন এক ধাপ এগিয়েছেন। মিরপুর টেস্টে ৪ উইকেট নেওয়া এই পেসার এখন ৮৪তম অবস্থানে। তবে ৫ উইকেট নিয়েও র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন হয়নি সাকিবের। আগের মতোই আছেন ২৯তম স্থানে।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023