Sports

১০ থেকে ৫১০ কোটি টাকার সম্পদ, মুখ খুললেন মাশরাফী মাশরাফী বিন মর্তুজা
ফাইল ছবি মাশরাফী বিন মর্তুজা

১০ থেকে ৫১০ কোটি টাকার সম্পদ, মুখ খুললেন মাশরাফী

Bangladesh Live News | @banglalivenews | 02 Nov 2022, 06:37 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২ নভেম্বর ২০২২ : ‘বাংলাদেশি শীর্ষ ১০ ধনী ক্রিকেটার' নামে ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকট্র্যাকার’ একটি প্রতিবেদন ছাপায়। যেখানে অন্যান্য টাইগার ক্রিকেটারের পাশাপাশি সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার ৫১০ কোটি টাকার সম্পদ থাকার কথা উল্লেখ করা হয়। যদিও কিসের ভিত্তিতে সম্পদের এমন পরিমাণ উল্লেখ করা হয়েছে, সেটির নির্ভরযোগ্য কোনো সোর্স ছিল না। এমনকি প্রতিবেদনটি যিনি তৈরি করেছেন তেজাস রাঠি-সাংবাদিক সমাজেও তার গ্রহণযোগ্যতা নেই।

এদিকে ক্রিকট্র্যাকারের সূত্র ধরে দেশের কয়েকটি গণমাধ্যমও যাচাইবাছাই ছাড়াই নিউজটি হুবহু ছেপেছে। যা নিয়ে অবশেষে মুখ খুললেন মাশরাফী।

সোমবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে মাশরাফী নিজের ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, ভিনদেশী কোনো স্বস্তা ওয়েবসাইট বা ফেসবুক পেজ তাদের মনগড়া যা ইচ্ছা লিখতেই পারে। সেসবকে পাত্তা দেয়ার কিছু নেই। কিন্তু তাদেরকে সূত্র ধরে যখন আমাদের দেশের নানা ওয়েবসাইট যা ইচ্ছা তাই লিখে দেয়, তখন দুঃখ লাগে বটে!

মাশরাফী ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের একজন মানুষকে নিয়ে লেখা হচ্ছে, আপনারা চাইলেই তো খোঁজ-খবর নিতে পারেন। তা না করে উল্টো তাদের উদ্ভট নিউজের সূত্র ধরে আপনারা নিউজ করছেন। সাংবাদিকতার নীতি-নৈতিকতার ন্যূনতম চর্চা না হয় করলেন না, অন্তত নিজেদের এতটা স্বস্তা হিসেবে তুলে ধরতেও তো বিবেকে নাড়া দেয়া উচিত!

এক ফেসবুক স্ট্যাটাসে এই খবর নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান তিনি। এরপর আজ সন্ধ্যায় আরও একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি। যেখানে তিনি তার বিরোধীদের একহাত নিয়েছেন। সে সঙ্গে জানিয়ে দিয়েছেন, তার মতো একজনের পেছনে লেগে থেকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা মানে আকাশ-কুসুম কল্পনা করা।

মাশরাফি তার বিরোধীদের পরামর্শ দিয়েছেন নিজের পথটা খুঁজতে। বলেছেন, তার পেছনে লেগে থাকা মানেই সময় নষ্ট করা।

মাশরাফি জানিয়েছেন, তিনি তার নিজের মতো করেই পথ চলবেন।

মাশরাফি লিখেছেন, ‘ক্যারিয়ারের শুরু থেকে অসংখ্য সংবাদকর্মীর সঙ্গে মিশেছি, তাদের কাছ থেকে দেখেছি। এমন অনেক সাংবাদিক আছেন, ক্রিকেট তাদের কাছে শুধু পেশাই নয়, আরও বেশি কিছু। অনেক সীমাবদ্ধতা, ক্যারিয়ার নিয়ে অনেক অনিশ্চয়তার মধ্যেও অনেকেই অনেক কষ্ট করে কাজ করে যান ক্রিকেট খেলাকে ভালোবেসে, দেশের ক্রিকেটকে ভালোবেসে। তাদের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা সবসময়ই ছিল, আছে ও থাকবে।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023