Sports

প্রথম ইনিংসে ৪৩৩ তুলে বাংলাদেশ প্রায় চালকের আসনে

প্রথম ইনিংসে ৪৩৩ তুলে বাংলাদেশ প্রায় চালকের আসনে

| | 04 Nov 2014, 11:14 am
খুলনা, নভেম্বর ৪- ৪৩৩ রানের পাহাড় সমান রান স্কোরবোর্ডে তোলার পরে, বাংলাদেশের বোলারেরা মঙ্গলবার দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষে জিম্বাবুয়ের একটি উইকেট তুলে ফেলেছেন।

 জিম্বাবুয়ে সিকান্দার রাজা (১১) উইকেটটি হারিয়ে ৫৩ রান সংগ্রহ করেছেন দিনের শেষে।

ব্রায়ান চারি (২১) ও হ্যামিল্টন মাসাকাদজা (১৫) দিনের শেষে অপরাজিত ছিলেন ও কাল আবার মাঠে নামবেন বাংলাদেশকে শক্ত জবাব দেওয়ার লক্ষ্যে।

তবে জিম্বাবুয়ে এখনও ৩৮০ রান পিছিয়ে আছে।

 ৩ উইকেটে ১৯৩ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ খুব সুন্দরভাবে  নিজেদের প্রথম ইনিংসটি গড়ে তুলেছিল।

তামিম ইকবালে (১০৯) ও সাকিব আল হাসান (১৩৭) দুর্দান্ত ইনিংস খেলেছেন।

৩৩২ বল খেলে তামিম তাঁর ইনিংসে ১০ টি চার মেরেছেন।

অন্যদিকে, সাকিবের ১৮০ বলের ঝোড়ো ইনিংসে ছিল ১৮ টি চার ও দুইটি ছয়।

দুইজন মিলে চার নম্বর উইকেটের পার্টনারশিপে ১৩২ রান তুলেছেন।

মাহমুদউল্লাহর (৫৬) সাথে ৯৫ রান ও মুমিনুলের (৩৫) সাথে ৭২ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি বেধেছিলেন তামিম।

অষ্টম উইকেটে ৪৩ রানের জুটি গড়ে, তাইজুল ইসলাম (৩২)ও শাহাদাত হোসেন (১৮) বাংলাদেশের স্কোর ৪০০ ওপরে তোলেন।

তবে এই দুজন আউট হয়ে যাওয়ার পরে আর খুব বেশি দূর এগোয়নি বাংলাদেশের ইনিংসটি।

টিনাশে পানিয়াঙ্গারা, চাটারা ও ওয়ালার জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট তোলেন।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023