Sports

আজ বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল পাকিস্তানের বাংলাদেশ সফর
twitter.com/ICC পাকিস্তান ক্রিকেট দল

আজ বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল

Bangladesh Live News | @banglalivenews | 13 Nov 2021, 11:32 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৩ নভেম্বর ২০২১: বিশ্বকাপে যে গতিতে এগিয়ে চলছিল পাকিস্তান জাতীয় ক্রিকেট দল, তাতে ফাইনালে যাওয়া তো বটেই, শিরোপার জোর দাবিদারই হয়ে দাঁড়িয়েছিল দলটি। তবে সেই ফাইনালে যেতে পারেনি পাকিস্তান। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে শেষ হয়েছে বাবর আজমদের এবারের বিশ্বকাপ যাত্রা। যেহেতু ১৪ নভেম্বরের মেগা ফাইনালে পৌঁছাতে পারেনি পাকিস্তান, সেজন্য বাংলাদেশ সফরে আসতে আর দেরি করতে চায় না দলটি।

১১ নভেম্বর অজিদের কাছে হেরে ১২ তারিখ বিশ্রাম শেষে ১৩ নভেম্বর (শনিবার) বাংলাদেশে আসছে বাবর আজমের দল। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে ২ ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলতে আজ সকাল ৮টার দিকে ঢাকায় পা রাখবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।

বিসিবির লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা ওয়াসিম খান বললেন, 'সকাল ৮টা ১০মিনিটে এমিরেটস এয়ারলাইন্স যোগে দুবাই থেকে ঢাকা পৌঁছাবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।’

২০১৬ এশিয়া কাপের পর আবার বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল।

দুই দলের মধ্যকার প্রথম টেস্টটি হবে ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিনশিপের দ্বিতীয় আসরের যাত্রা শুরু হবে মুমিনুল হকদের।

তার আগে অবশ্য হবে টি-টোয়েন্টি সিরিজ। ৩ টি-টোয়েন্টির সবকটি হবে মিরপুরে। প্রথমটি হবে আগামী ১৯ নভেম্বর। ২০ ও ২২ নভেম্বর হবে পরের ২ ম্যাচ।

এদিকে বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে গত শুক্রবার দেশে ফিরে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। অবশ্য পুরো দল একসঙ্গে ফেরেননি। দুই দফায় ফিরেছেন বিশ্বকাপ দলের সঙ্গে থাকা ১১ জন ক্রিকেটার। বাকি পাঁচজনের মধ্যে ইনজুরি আক্রান্ত সাকিব আল হাসান চলে গেছেন যুক্তরাষ্ট্রে।

আর অন্য চারজন- মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস ও তাসকিন আহমেদ ছুটি নিয়ে থেকে গিয়েছিলেন দুবাইয়েই। সেখানে তাদের সঙ্গে যোগ দেয় তাদের পরিবারও। প্রায় এক সপ্তাহের ছুটি শেষে এরই মধ্যে সস্ত্রীক দেশে ফিরেছেন লিটন ও তাসকিন।

তবে এখনও দুবাইয়ে রয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিক ও মাহমুদউল্লাহ। তারা দুজন দেশে ফিরবেন আজ শনিবার রাতে। সম্ভাব্য রাত ১১টায় রাজধানী ঢাকায় অবতরণ করবেন মুশফিক-মাহমুদউল্লাহ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিমানবন্দরে অভ্যর্থনার দায়িত্বে থাকা ওয়াসিম খান জানিয়েছেন এ খবর।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023