Sports

সাফজয়ী রূপনা চাকমাকে বাড়ি করে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রূপনা চাকমা
ফাইল ছবি/সংগৃহিত রূপনা চাকমার বাড়ি (ডানে) বায়ে সাফজয়ী রূপনা চাকমা

সাফজয়ী রূপনা চাকমাকে বাড়ি করে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

Bangladesh Live News | @banglalivenews | 22 Sep 2022, 07:09 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২২ : সাফজয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের গোলরক্ষক রূপনা চাকমাকে ঘর করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে জেলা প্রশাসন  রূপনার বাড়ি নির্মাণ কাজের প্রক্রিয়া শুরু করেছেন। একই সংগে রূপনা চাকমার বাড়ি যাওয়ার পথে একটি সেতুটি নির্মাণের কাজও শুরু হচ্ছে।

বুধবার রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাকে ফোন করে বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। সাথে সাথেই আমরা এলজিইডির প্রকৌশলী ও নানিয়াচর উপজেলা নির্বাহী অফিসারকে সেখানে পাঠিয়েছি। আজ থেকেই ঘর নির্মাণের কাজ শুরু হয়েছে।

একই সঙ্গে তার বাসায় যাওয়ার সেতুটির কাজও শুরু হবে বলে জানান জেলা প্রশাসক।

রূপনা চাকমা নেপালের দশরথ স্টেডিয়ামে পাহাড়ের মত দৃঢ়তায় বাংলাদেশ দলের গোলপোস্ট সামলেছেন; জয় করেছেন আসরের সেরা গোলকিপারের তকমা।

তবে তার বেড়ে ওঠার সংগ্রামটি চোখ ভেজানো গল্প যেন! নানিয়রাচর উপজেলার দুর্গম ভুঁইয়াদাম গ্রামে তার ঘরটির জরাজীর্ণ অবস্থাই বলে দিচ্ছে কতটা সংগ্রামের পথ মাড়িয়ে এতদূর উঠে এসেছেন এই দামাল কন্যা।

বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হওয়ার পর মঙ্গলবার ফুল মিষ্টি ফলমূল আর দেড় লাখ টাকার চেকসহ একদল সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদের নিয়ে তার বাড়ি যান রাঙামাটির জেলা প্রশাসক। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার বসতঘরের জরাজীর্ণ ছবি। এ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় প্রশংসা আর সহযোগিতার আশ্বাস আর সমবেদনার প্রকাশ।

শুরুতেই জেলা প্রশাসক তাকে বাড়ি নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন এবং তিনি নানিয়াচরের ইউএনওকে সেই মোতাবেক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এরই মধ্যে নির্দেশনা এলা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023