Sports

ভারতে খেলতে গেলেন অবসরে যাওয়া ক্রিকেটাররা ক্রিকেট
সংগৃহিত ভারতের পথে বিমানে বাংলাদেশ দল

ভারতে খেলতে গেলেন অবসরে যাওয়া ক্রিকেটাররা

Bangladesh Live News | @banglalivenews | 27 Feb 2021, 11:28 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৭ ফেব্রুয়ারি ২০২১: সড়ক দুর্ঘটনারোধে ও সচেতনতা বৃদ্ধিতে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করছে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে যারা এক সময় দাপিয়ে বেড়িয়েছে তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ টুর্নামেন্ট। সেখানে বাংলাদেশসহ অংশগ্রহণ করছে আরও ৫টি দল। ৬ দেশের অবসরে যাওয়া খেলোয়াড়রা খেলবেন এ প্রতিযোগিতায়।

বাংলাদেশ থেকে সাম্প্রতিক সময়ে অবসরে যাওয়া আব্দুর রাজ্জাক, নাফিস ইকবালরাও রয়েছেন। এছাড়া প্রাক্তন তারকা ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, রাজিন সাহেল, আফতাব আহমেদরাও খেলবেন।

দলের সঙ্গে আছেন মোহাম্মদ শরীফও। অবসরের ঘোষণা না দিলেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে তার ফেরার সম্ভাবনা সামান্য। প্রতিযোগিতায় অংশ নিতে শনিবার সকালে ভারতে উড়াল দিয়েছেন ক্রিকেটাররা।

ভারতের রায়পুরের শহীদ বীর সিং স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। ৫ মার্চ উদ্বোধনী দিনে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে স্বাগতিক ভারত লিজেন্ডস ও বাংলাদেশ লিজেন্ডস।

১৭ ও ১৮ মার্চ হবে দুই সেমিফাইনাল। ফাইনাল হবে ২১ মার্চ।

বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি পাঁচ দল হলো ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কাও ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের হয়ে মাঠে নামবেন শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং,জহির খানরা।

ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দেখা যাবে ব্রায়ান চার্লস লারা, টিনো বেস্ট, জ্যাকবসকে।

ইংল্যান্ডের হয়ে খেলবেন কেভিন পিটারসেন, ম্যাথু হগার্ড।   

বাংলাদেশ লিজেন্ডস স্কোয়াড: খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ শরীফ, মুশফিকুর রহমান বাবু, এ এন এম মামুন উর রশিদ, নাফিস ইকবাল, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট, হান্নান সরকার, জাভেদ ওমর বেলিম, রাজিন সালেহ, মেহরাব হোসেন, আফতাব আহমেদ ও আলমগীর কবির।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023