Sports

যুক্তরাষ্ট্রে নিজেকে ‘আইসোলেটেড’ রেখেছেন সাকিব, ভিডিওতে জানালেন ভক্তদের
Santabanta

যুক্তরাষ্ট্রে নিজেকে ‘আইসোলেটেড’ রেখেছেন সাকিব, ভিডিওতে জানালেন ভক্তদের

Bangladesh Live News | @banglalivenews | 21 Mar 2020, 12:42 pm
ঢাকাঃ এই মুহূর্তে যুক্তরাষ্ট্র স্রফে গেছেন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান।

তবে, বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেই সেই দেশে যাওয়ার ফলে একটু হয়তো সমস্যায় পড়েছেন উনি।


বিমানবন্দর থেকে সোজা হোটেলে গিয়ে নিজেকে ওখানেই আলাদা রেখেছেন উনি।


একটি ভিডিও বার্তার মাঝে উনি আজ এই বিষয়গুলি জানান।

ওনার স্ত্রীর পরিবার থাকে যুক্তরাষ্ট্রে তবে উনি তাদের সাথে এখনও আলাপ করেনি।


নিয়ম মেনে নিজেকে আলাদা রেখেহছেন ক্রিকেটার।


“আমি মাত্রই যুক্তরাষ্ট্র এসে পৌঁছলাম। যদিও প্লেনে সবসময় একটা ভয় কাজ করেছে, একটু হলেও। তার পরও চেষ্টা করেছি, যতটা সম্ভব পরিচ্ছন্ন থাকা যায়, নিজেকে কীভাবে জীবাণুমুক্ত রাখা যায়। যুক্তরাষ্ট্রে এসে আমি সোজা একটি হোটেল রুমে উঠেছি,"নিজের ভিডিও বার্তায় বলেন উনি।


"যেহেতু ফ্লাই করে এসেছি, একটু হলেও ঝুঁকি আছে। তাই আমি নিজেকে আইসোলেটেড করে রেখেছি। আমার বাচ্চার সঙ্গেও দেখা করিনি। যদিও এটা আমার জন্য কষ্টের, তার পরও মনে হয়েছে, সামান্য এই ত্যাগটুকু করতে পারলে অনেক দূর এগোতে পারব," উনি বলেন।


এই ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার তা মানতে নিজের ভক্তদের জানান উনি।

 

সাকিব সকলকে প্রয়োজন ছাড়া বারিরি বাইরে যেতে বারণ করেন।

 

বাংলাদেশে অনেকে এই ভাইরাসের কথা মাথায় রেখে খাওয়ার দ্রব্য মজুদ করছেন, এই বিষয়টি তুলে ধরে সাকিব বলেন, " আমি খবরে দেখেছি, অনেকে ৩-৪ বা ৬ মাস পর্যন্ত খাবার সংগ্রহ করছেন। আমার ধারণা, খাবারের ঘাটতি আমাদের কখনোই হবে না ইনশাল্লাহ। আমরা কেউই না খেয়ে মারা যাব না। সবাই ভালো থাকবেন, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না। "

 

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023