Sports

লড়াই করে ৪ রানে হারল বাংলাদেশ মহিলা বিশ্বকাপ
twitter.com/ICC

লড়াই করে ৪ রানে হারল বাংলাদেশ

Bangladesh Live News | @banglalivenews | 18 Mar 2022, 10:27 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৮ মার্চ ২০২২: ওয়েস্ট ইন্ডিজকে ১৪০ রানে আটকে দেওয়ার পর ব্যাট হাতেও চমৎকার ছিল বাংলাদেশ। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন। নিগার সুলতানা, সালমা খাতুন ও নাহিদা আক্তারের ব্যাটিং পারফরম্যান্স এই দুর্যোগেও জয়ের আশা জাগিয়ে রেখেছিল। জয় উঁকি দিলেও দিলো না ধরা, বাংলাদেশ হারল ৪ রানে।

মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে বাংলাদেশ ফিল্ডিং নিয়ে সুযোগের সদ্ব্যবহার করেছে ষোলো আনা। নবম ওভারে দিয়েন্দ্রা ডট্টিনকে (১৭) ফিরিয়ে শুরুটা করেন জাহানারা আলম। ২৯ রানে প্রথম উইকেট হারানোর পর এলোমেলো উইন্ডিজের ব্যাটিং। এরপর ৪১ রানের ব্যবধানে নেই আরো ৬ উইকেট। অ্যাফি ফ্লেচারের (১৭) সঙ্গে ৩২ রানের সেরা জুটি গড়েন উইকেটকিপার ব্যাটসম্যান শেমাইন ক্যাম্পবেল। তিনি অপরাজিত ছিলেন ৫৩ রান করে।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন সালমা ও নাহিদা।

মাত্র ১৪০ রান করে ওয়েস্ট ইন্ডিজ ছিল না স্বস্তিতে। যদিও পঞ্চম বলে শামীমা সুলতানাকে (০) ফেরায় তারা। তাকে ফেরানো হ্যালি ম্যাথিউস নতুন বল হাতে তুলে নেন আরেকটি উইকেট, এবার তার শিকার আরেক ওপেনার শারমীন আখতার।

শেষ দিকে একপ্রান্ত আগলে রাখা নাহিদা ছিলেন শেষ ভরসা, সঙ্গী ফারিহা তৃষ্ণা। শেষ ৪.৩ ওভারে টিকে থেকে জয় এনে দেওয়ার মিশনে বেশ সাবলীল ছিলেন তারা। একদিকে উইকেট ধরে রাখার চাপ, অন্যদিকে রানের গতি বাড়ানো।

তাতে শেষ ওভারে প্রয়োজন হয় ৮ রান। নাহিদা প্রথম বলে ডাবল নিয়ে ড্রেসিংরুমে উচ্ছ্বাস ছড়ান। দ্বিতীয় বলে নেন সিঙ্গেল। তৃষ্ণা স্ট্রাইকে যান। টেলরের নিচু বলে হন বোল্ড। তাতে শেষ হয় বাংলাদেশের লড়াই। ২৫ রানে অপরাজিত ছিলেন নাহিদা। উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন ম্যাথিউস। তিনটি করে পান ফ্লেচার ও টেলর।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023