Sports

আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে প্রথম দিন শেষে শক্ত অবস্থানে বাংলাদেশ টেস্ট ম্যাচ
twitter.com/ICC বাংলাদেশ অধিনায়ক লিটন দাস

আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে প্রথম দিন শেষে শক্ত অবস্থানে বাংলাদেশ

Bangladesh Live News | @banglalivenews | 14 Jun 2023, 09:14 pm

ঢাকা, ১৪ জুন ২০২৩: বাঁ-হাতি ব্যাটার নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের প্রথম দিন নিজেদের করে রাখলো স্বাগতিক বাংলাদেশ। দিন শেষে ৭৯ ওভারে ৫ উইকেটে ৩৬২ রান করেছে টাইগাররা।  টেস্ট ইতিাসে প্রথম দিন যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান।

তিন নম্বরে নেমে ১৭৫ বলে ১৪৬ রানের নান্দনিক ইনিংস খেলেন ইনফর্ম শান্ত। ৭৬ রানে থামেন ওপেনার মাহমুদুল হাসান জয়। দ্বিতীয় উইকেটে ২১২ রানের জুটি গড়েন শান্ত ও জয়।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে বুধবার শুরু হওয়া টেস্টে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দলের ইনিংস শুরু করেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। বিপদ ছাড়াই প্রথম ওভার কাটিয়ে দেন তারা। কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলে বিচ্ছিন্ন জয় ও জাকির। আফগানিস্তানের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা পেসার নিজাত মাসুদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১ রানে থামেন জাকির। রিভিউ নিয়ে জাকিরের বিদায় নিশ্চিত করে আফগানিস্তান। দলীয় ৬ রানে জাকিরকে হারানোর পর দ্বিতীয় উইকেটে জয়ের সাথে জুটি বাঁধেন শান্ত। জুটি গড়ার পথে আফগান বোলারদের উপর চড়াও হন শান্ত। তবে টেস্ট মেজাজে খেলতে থাকেন জয়। প্রথম সেশনেই হাফ-সেঞ্চুরি পেয়ে যান শান্ত।

তার হাফ-সেঞ্চুরিতে ১ উইকেটে ১১৪ রান তুলে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ। এসময় শান্ত ৭১ বলে ৬৩ ও জয় ৩৭ রানে অপরাজিত ছিলেন। ৩৮তম ওভারের দ্বিতীয় বলে ১ রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৩তম ম্যাচে তৃতীয় সেঞ্চুরির স্বাদ নেন শান্ত।

শান্ত-জয়ের দারুন ব্যাটিংয়ে ৪১তম ওভারে ২শ রান পায় বাংলাদেশ। ৪৫তম ওভারে জয়কে শিকার করে জুটি ভাঙ্গেন আফগানিস্তানের স্পিনার রহমত শাহ। ১৩৭ বলে ৯টি চারে ৭৬ রানে আউট হন জয়। দ্বিতীয় উইকেটে ২৬৭ বলে ২১২ রান যোগ করেন তারা। আফগানিস্তানের বিপক্ষে যেকোন উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি।

শেষ সেশনে দ্রুত ৪ উইকেট হারানোয় চিন্তায় পড়ে বাংলাদেশ। কিন্তু দিনের শেষভাগে আর কোন বিপদ হতে দেননি মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। ষষ্ঠ উইকেটে ৯৭ বলে অবিচ্ছিন্ন ৭২ রানের জুটি গড়ে দিন শেষ করেন মুশফিক ও মিরাজ। ৩টি চারে ৬৯ বলে মুশফিক ৪১ ও ৭টি চারে ৬৬ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন মিরাজ। আফগানিস্তানের মাসুদ ২টি, জহির-হামজা ও রহমত ১টি করে উইকেট নেন।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023