Sports

সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ: দেড় ঘণ্টায় শেষ টিকিট ম্যাচের টিকিট
সংগৃহিত টিকিটের জন্য লম্বা লাইন

সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ: দেড় ঘণ্টায় শেষ টিকিট

Bangladesh Live News | @banglalivenews | 27 Jan 2023, 11:38 pm

ক্রিড়া প্রতিবেদক, ঢাকা, ২৭ জানুয়ারি ২০২৩: সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে আজ শুক্রবার ২৭ জানুয়ারি শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব। সিলেটের ক্রিকেটপ্রেমীরা মাঠে বসে নিজ দলের খেলা দেখার জন্য মুখিয়ে আছেন।

খেলা শুরুর আগের দিন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয় শুক্রবারের ম্যাচের টিকিট বিক্রি। বিক্রি শুরুর দেড় ঘণ্টার মধ্যেই ২০০ এবং ৩০০ টাকার টিকিট নেই বলে জানিয়ে দেওয়া হয়। তখনও টিকিটের জন্য হাজারের ওপর দর্শক ছিলেন অপেক্ষমাণ। কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে হতাশ ক্রিকেটপ্রেমীরা বাড়ি ফিরে যান মলিন মুখে।

জানা গেছে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামের মূল গেটের বুথে আজ সকালে টিকিট বিক্রি করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, ম্যাচের দিন ও এর আগের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত প্রতি বুথে টিকিট পাওয়া যাবে। কিন্তু প্রথম দিনই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট পাননি বেশিরভাগ দর্শক। টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় দুপুর ২টার দিকে।

এবারের বিপিএলে দারুণ ফর্মে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। পয়েন্ট টেবিলে শীর্ষ অবস্থান নিয়ে মাশরাফি বিন মর্তুজার দলটি সিলেটে পা রেখেছে। বিপিএল নিয়ে এবার তাই একটু বেশি মাতামাতি সিলেটে। স্বভাবতই স্বাগতিক দলের ম্যাচের টিকিটের চাহিদা এবার অনেক বেশি।

বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় বিপিএলের সিলেট পর্বের টিকিট বিক্রি। টিকিটের মূল্য ধরা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার ৫০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা, ইস্টার্ন গ্যালারি ৩০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি ২০০ টাকা এবং সবুজ পাহাড়ি এলাকা (গ্রিন গ্যালারি) ২০০ টাকা।

দুপুরে সরেজিমনে সিলেট জেলা স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, বিপিএলের টিকিটের জন্য দর্শকদের দীর্ঘ লাইন। অনেকেই ভোর থেকে লাইন ধরেছেন। আনুমানিক দেড় ঘণ্টা টিকিট বিক্রির পর মাইকে ঘোষণা দেওয়া হয়-সর্বনিম্ন মূল্যের টিকিট শেষ হয়ে যায়।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023