Sports

ডি ভিলিয়ার্সের ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

ডি ভিলিয়ার্সের ঝড়ে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ

| | 27 Feb 2015, 01:38 pm
সিডনি, ফেব্রুয়ারি ২৭- এবি ডি ভিলিয়ার্সের দ্রুততম দেড়শ’ রানের রেকর্ডের উপরে ভর শুক্রবার দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে বিশ্বকাপের একটি ম্যাচে ২৫৭ রানের ব্যবধানে হারিয়েছে।

ডি ভিলিয়ার্স (১৬২*), হাশিম আমলা (৬৫), ফাফ ডু প্লেসি (৬২) ও রাইলি রুশোদের (৬১) দুর্দান্ত ব্যাটিং-এর উপরে ভর করে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৪০৮ রান তোলে।

 

বল হাতেও ইমরান তাহির পাঁচ উইকেট তুলে ও অন্য বোলালেরা চমত্কার খেলে মাত্র ৩৩.১ ওভারে ওয়েস্ট ইন্ডিজকে ১৫১ রানে অলআউট করে দেয়।

 

একদিনের ক্রিকেটে সব থেকে দ্রুত ১০০ রান করবার কিছুদিনের মধ্যেই নিজের মুকুটে আরেকটি রেকর্ডের হিরে যোগ করলেন ডি ভিলিয়ার্স।

 

ওয়েস্ট ইন্ডিজের বলিংকে ধ্বংস করলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। দর্শকদের আনন্দ দিয়ে মারলেন ১৭টি চার ও ৮টি ছক্কা। আর অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের রেকর্ড ভেঙ্গে নিজে দেড়শ’ রান পৌঁছাতে ডি ভিলিয়ার্স নিলেন মাত্র ৬৪ বল।

 

ওয়েস্ট ইন্ডিজের হয়ে জ্যাসন হোল্ডার সর্বাধিক ৫৬ রান করেছেন।

 

দক্ষিণ আফ্রিকা স্পিনার সেরা বলিং করে তাহির ৪৫ রান দিয়ে ৫ উইকেট নেন।

 

২৫৭ রানের ব্যবধানে হারায়, ওয়েস্ট ইন্ডিজের নাম লেখা থাকবে বারমুডার পাশে।

 

বিশ্বকাপের রানের দিক থেকে সবচেয়ে বড় হারের রেকর্ড গড়েছে এই দুই দল।

 

২০০৭ সালে ভারতের হাতে ২৫৭ রানের ব্যবধানেই হেরেছিল বারমুডা।
 

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023