Sports

ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের অবিশ্বাস্য হার ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ
সংগৃহিত রোববার টেস্টের শেষ দিনের পুরোটাই ছিল ওয়েস্ট ইন্ডিজ দলের দাপট

ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশের অবিশ্বাস্য হার

Bangladesh Live News | @banglalivenews | 08 Feb 2021, 01:32 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৮ ফেব্রুয়ারি ২০২১: অসম্ভবকে সম্ভব করে পাহাড়সম লক্ষ্য তাড়া করে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বলতে গেলে তারা কাজটি সম্ভব করেছে খর্বশক্তির দল হওয়ার পরও। নবীনদের নিয়ে গড়া দলটিই স্বাগতিকদের বুঝিয়ে দিলো, মাঠের ক্রিকেটই আসল কথা।

১৪৪ বছরের টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে ডাবল সেঞ্চুরি করতে পারেননি কেউ, অভিষেকে সেটাই করে দেখিয়ে দিয়েছেন মায়ার্স। তার অপরাজিত ২১০ রানের ইনিংসে ভর করেই ৩ উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

তবে স্বাগতিকদের হতবাক করে দেওয়া এই ফলকে কোনওভাবেই মেনে নিতে পারছেন না বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক। বরং এই হার তার কাছে মনে হচ্ছে অবিশ্বাস্য।

তার ওপর ৩৯৫ রানের বিশাল টার্গেট তাড়া করে জেতা এই ম্যাচটা এশিয়ার মাটিতে সবচেয়ে বেশি রান চেজ করার রেকর্ড। অথচ ম্যাচের তৃতীয় দিন তাইজুল জানিয়েছিলেন, এই উইকেটে ২৫০ রানই যথেষ্ট! কিন্তু ম্যাচ হেরে মুমিনুল তার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এমন হার আসলেই অবিশ্বাস্য। কিন্তু এটাই গোল বলের খেলা। ক্রিকেটে অবিশ্বাস্য অনেক কিছুই হয়ে যায়। এমন কিছু হবে প্রত্যাশায় ছিল না। আমার কাছে মনে হয় বোলাররা ভালো জায়গায় বল করতে পারেনি। ওদের দুই ব্যাটসম্যান খুব ভালো ব্যাটিং করেছে।’

তবে অবিশ্বাস্য ম্যাচ জয়ে কাইল মায়ার্সের প্রংশসা করতে গিয়ে মুমিনুল বলেছেন, ‘অসাধারণ ব্যাটিং করেছে। এখানে এভাবে ব্যাটিং করা সহজ নয়। দ্বিতীয় ইনিংসে প্রায় ৪০০ তাড়া করা, নিজে ২০০ করা। অসাধারণ।’

রবিবার ম্যাচের পঞ্চম দিনের প্রথম সেশনে একটি উইকেটও ফেলতে পারেনি বাংলাদেশ। ফলে কাইল মায়ার্স ও এনক্রুমা বোনার মিলে চাপ বাড়াতে থাকে বাংলাদেশ শিবিরে। ক্যারিবীয় দুই ব্যাটসম্যানের দেওয়া সেই চাপ থেকে বেরিয়ে আসতে পারেনি স্বাগতিকরা। মুমিনুল অবশ্য কখনোই মনে করেননি ম্যাচটি তারা হেরে যাবেন, ‘কোনো সময়ই আমার কাছে মনে হয়নি। গত চার দিন আমরা দাপট দেখিয়েছি। আজ শেষের দিকে ম্যাচটা হেরে গেছি। আমি চিন্তাও করিনি শেষদিকে ম্যাচটা হেরে যাবো।’

হারের সবচেয়ে বড় কারণ জানতে চাইলে বাংলাদেশের টেস্ট অধিনায়ক জানালেন, ‘যখন দল হারবে তখন নির্দিষ্ট করে দোষ দিতে পারবেন না। দল হারা মানে সবাই হারা, দল জেতা মানে সবাই জেতা। আমার কাছে মনে হয় না পরাজয়ের নির্দিষ্ট কোনো কারণ আছে। দল যখন হেরেছে, সবাই একসঙ্গে হেরেছি।’

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023