Sports

ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল
ফাইল ছবি ওয়েস্ট ইন্ডিজ

ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 10 Jan 2021, 08:24 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১০ জানুয়ারি ২০২১ :  তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অবশেষে ঢাকায় এসে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। রোববার সকাল সাড়ে ১০টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায় ৩৮ সদস্যের ক্যারিবীয় দলটি।

বিমানবন্দর থেকে সোজা চলে যায় তারা সোনারগাঁ হোটেলে। যেখানে করোনার কারণে তৈরি করা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকবে ক্যারিবীয় ক্রিকেট দল। মোট তিনদিন কোয়ারেন্টাইন করতে হবে ক্যারিবীয় দলকে। হোটেল থেকেই তারা বের হতে পারবে না। এরপর ১৪ জানুয়ারি অনুশীলন করতে মাঠে নামতে পারবে সফরকারীরা।

বিসিবি সূত্রে জানা গেছে, ওয়ানডে এবং টেস্ট দলের সবাই একসঙ্গে চলে এসেছে ঢাকায়। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাসহ পুরো বহরের সদস্যসংখ্যা ৩৮জন। তবে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর ১১ জন চলে যাবেন। টেস্ট সিরিজ শেষ না হওয়া পর্যন্ত ২৭জন থাকবেন ঢাকায়।

বিসিবি  জানায়, ১৮ তারিখ বিকেএসপিতে যে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের, সেটি বাংলাদেশের কোনো দলের বিপক্ষে নয়। তারা নিজেরা নিজেরাই এই প্রস্তুতি ম্যাচটি খেলবে।

বিসিবি থেকে আরও একটি তথ্য জানা গেছে। সেটি হচ্ছে, বিসিবি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে করোনা মোকাবেলায় যে প্রটোকলের প্রতিশ্রুতি দিয়েছে, তা তদারক করার জন্য উচ্ছ ক্ষমতাসম্পন্ন একজন বিশেষজ্ঞ পাঠিয়েছে দলের সঙ্গে। যিনি করোনা প্রটোকলের পুরো বিষয়টি দেখভাল করবেন এবং তার ক্ষমতা রয়েছে- বিনা নোটিশেই পুরো দলকে ওয়েস্ট ইন্ডিজে ফিরিয়ে নিয়ে যাওয়ার।

এ কারণে, বিসিবির ক্রিকেট ম্যানজোর সাব্বির খান, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামসহ বাংলাদেশ টিম সংশ্লিষ্ট প্রতিটি ব্যক্তিই সোনারগাঁ হোটেলে জৈব সুরক্ষা বলয়ে থাকবেন। বাইরের কেউ ওই সময় সেই বলয়ের মধ্যে প্রবেশ করতে পারবে না। যাতে করে কোনোভাবেই করোনা প্রটোকল ভেঙে না পড়ে।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023