Sports

জাতীয় সাইক্লিং ঃ তারিকুলের নতুন রেকর্ড

জাতীয় সাইক্লিং ঃ তারিকুলের নতুন রেকর্ড

| | 28 May 2013, 04:23 am
ঢাকা, ডিসেম্বর ২৬ ঃ ডক্টর আব্দুল বাসিত-নামাঙ্কিত ছত্রিশতম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার ১,০০০ মিটারে বাংলাদেশ জুট মিল্‌স করপোরেশনের তারিকুল ইসলাম নতুন জাতীয় রেকর্ড গড়লেন।

 গতকাল বঙ্গবন্ধু ন্যাশনাল স্টেডিয়ামে তারিকুল ১৪।৯৪ সেকেন্ডে ১,০০০ মিটার স্প্রিন্ট শেষ করে তাঁরই শহকর্মী ফারুকের গত বছর করা ১৫।১০ সেকেন্ডের রেকর্ড ভেঙ্গে দিয়ে সোনার পদক জয় করেছেন। 
স্বপন আলম ১৫।২০ সেকেন্ড সময় করে দ্বিতীয় এবং আবদুল হাকিম ১৫।৭০ সেকেন্ডে তৃতীয় স্থান অধিকার করেছেন। 
বিজয়ী দলের সদস্য হিসেবে তারিকুল ইফতেকার আলম, মেহদি হাসান এবং স্বপন আলমের সাথে ১৬০০ মিটার টিম টাইম ট্রায়ালে প্রথম হয়ে তাঁর দ্বিতীয় সোনাও অর্জন করেন।বি জে এম সি\'রই রিপন কুমার, মানোয়ার হোসেন, জুয়েল আহ্‌মেদ এবং সিরাজুল ইসলামের দল দ্বিতীয় স্থান পেয়ে রূপো পেয়েছেন।
বি জে .এম সি\'র সাইক্লিস্টরা মহিলা বিভাগেও প্রাধান্য বজায় রাখেন। তাদের কর্মী সোনিয়া ইয়াসমিন অভি ১,০০০ মিটারে ১৭।৮০ সেকেন্ড সময় করে সোনা জিতেছেন, আর দ্বিতীয় হয়েছেন তাঁরই সহকর্মী নবিলা ইসলাম, ১৮।০৮ সেকেন্ডে। ফতেমা আখতার শীলা তৃতীয় স্থানাধিকারী হিসেবে শেষ করেন। তাঁর সময় ১৮।১০ সেকেন্ড।
তবে ১২০০ মিটার টিম ট্রায়ালে বি জে এম সি\'র একধিপত্য ঘুচিয়ে দিয়ে বাংলাদেশ আনসারের আকাশ সুলতান, পারুল আখতার, শারিফা আখতার এবং ফতেমা আখতার প্রথম থেকে এগিয়ে থেকে সোনা জেতেন।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023