Finance

৭ হাজার কেজি আম নিয়ে ঢাকার পথে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ ম্যাংগো স্পেশাল ট্রেন
পিআইডি রাজশাহী থেকে ছাড়লো ম্যাঙ্গো স্পেশাল

৭ হাজার কেজি আম নিয়ে ঢাকার পথে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’

Bangladesh Live News | @banglalivenews | 28 May 2021, 09:11 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৮ মে ২০২১: আমের রাজধানী রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে সাত হাজার ২৬৮ কেজি আম নিয়ে ঢাকার পথে রওয়ানা দিয়েছে ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন। এর আগে বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উত্তরের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ থেকে নামমাত্র ভাড়ায় প্রতিদিন এই ট্রেন আমসহ অন্যান্য ফল এবং কাঁচামাল ও সবজি ঢাকায় নিয়ে যাবে। চাঁপাইনবাবগঞ্জ প্রান্তেও এই ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ থেকে কৃষক ও ব্যবসায়ীদের আম নিয়ে এসে ট্রেনটি বিকেল ৫টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এরপর এখানে আরও বেশি পরিমাণ আম ওঠানো হয়। পরে ৫টা ৫০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়ে যায়।

রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম জানান, সাত হাজার ২৬৮ কেজি আম নিয়ে ঢাকার পথে রওয়ানা দিয়েছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’।

এর মধ্যে ট্রেনটি রাজশাহী থেকেই নিয়েছে সর্বোচ্চ ৬ হাজার ৩৪৩ কেজি আম। এর মধ্যে রাজশাহী স্টেশন থেকে ২ হাজার ৪১৯ কেজি আম তোলা হয়। চারঘাটের সারদা স্টেশন থেকে তোলা হয় ১ হাজার ৩১১ কেজি। আর রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী স্টেশনে আম উঠেছে ২ হাজার ৬১৩ কেজি।

ক’দিন পরই বাজারে প্রচুর আম উঠবে। যতদিন যাবে আম পরিবহনের এই পরিমাণ আরও বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম।

এদিকে, দ্বিতীয় বারের মতো পশ্চিমাঞ্চল রেলওয়ের পাঁচটি ওয়াগন (মালগাড়ি) চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন হয়ে ঢাকা রুটে চালু হলো একটি ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’।

রাজশাহী থেকে মাত্র ১ টাকা ১৭ পয়সায় এই আম রাজধানী ঢাকায় পাঠাতে পারবেন কৃষক ও ব্যবসায়ীরা। প্রতিটি ওয়াগনের ধারণক্ষমতা রয়েছে ৪৩ মেট্রিক টন। তবে আম বহন করা হবে ৩০ মেট্রিক টন। কাঁচা বা আধাপাকা আম যেন অতিরিক্ত গরম ও চাপে নষ্ট না হয়ে যায় সে কারণে ধারণক্ষমতার কিছু কম পণ্য বহন করা হচ্ছে।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024