Finance

তৈরি পোশাক শিল্পে আইওটি-ভিত্তিক স্মার্ট ফ্যাক্টরি সল্যুশন চালু করতে এনসিংগাা’র সাথে যুক্ত হলো রবি

তৈরি পোশাক শিল্পে আইওটি-ভিত্তিক স্মার্ট ফ্যাক্টরি সল্যুশন চালু করতে এনসিংগাা’র সাথে যুক্ত হলো রবি

| | 30 Jul 2017, 12:05 pm
ঢাকা, জুলাই ৩০ঃ সিঙ্গাপুর ভিত্তিক স্টার্ট-আপ কোম্পানি ‘এনসিংগা’র সাথে গতকাল, জুলাই ২৭, ২০১৭ রবি কর্পোরেট অফিসে একটি চুক্তি সই করেছে মোবাইল ফোন অপারেটর রবি। এ চুক্তির ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত তৈরি পোশাক শিল্পে ‘ইন্টারনেট অব থিংস’ (আইওটি)-ভিত্তিক স্মার্ট-ফ্যাক্টরি সল্যুশন চালুর পথ প্রশস্ত হলো।

রবি’র চিফ ফিন্যান্সিয়াল অফিসার রনি তোহমে এবং এনসিংগা ইনোভেশনস প্রাইভেট লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর ইমাল কালুটোটাগে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।

 

এ সময় রবি’র চিফ কমার্সিয়াল অফিসার প্রদীপ শ্রীবাস্তব, চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, কর্পোরেট স্ট্র্যাটেজি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) চামারা থিলাক মানামপেরি, কর্পোরেট স্ট্র্যাটেজি’র ভাইস প্রেসিডেন্ট আহমেদ আরমান সিদ্দিকী এবং এনসিংগা’র ডিরেক্টর সেলস, মুডিথ মাদ্দুমারাচ্চি উপস্থিত ছিলেন।

 

এনসিংগা’র নেক্সট জেনারেশন স্মার্ট-ফ্যাক্টরি শপ-ফ্লোর সল্যুশন’র (এনফ্যাক্টরি) মাধ্যমে পণ্যের গুণগত দিক বিশ্বমানের হচ্ছে কিনা সে সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সাথে সাথে পেয়ে যান উৎপাদনকারীরা। এনসিংগা’র ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারটি শ্রীলংকায় অবস্থিত।

 

এনফ্যাক্টরি হচ্ছে শিল্প খাতের জন্য আইওটি-ভিত্তিক সল্যুশন যা পণ্যের মানোন্নয়ের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কার্যকর তথ্যাবলী প্রদান করে। পাশাপাশি এটি ফ্যাক্টরি ফ্লোরের তাৎক্ষণিত তথ্য সংগ্রহ করে তা বিশ্লেষণের মাধ্যমে ডিজিটাল ভার্চুয়াল বেল্ট সৃষ্টি করে পণ্যের ত্রুটিগুলো সারিয়ে তুলতে সহায়ক। এভাবে উৎপাদনের সকল পর্যায়ে সঠিকভাবে মানসম্পন্ন পণ্য উৎপাদনে ভূমিকা রাখে এই সল্যুশনটি।

 

পরবর্তী প্রজন্মের ডিজিটাল কোম্পানি হিসেবে গড়ে উঠার জন্য কাজ করছে রবি। তাই এনসিংগার সাথে যুক্ত হলো অপারেটরটি। এর মাধ্যমে শিল্প খাতের আইওটি স্পেসে এন্টারপ্রাইজ সল্যুশন প্রদানের ক্ষেত্রে রবি’র অবস্থান আরো সুসংগত হলো।

 

আমাদের দেশের তৈরি পোশাক শিল্প ইতোমধ্যে বিশ্বজুড়ে সমাদৃত। ‘আইওটি’-ভিত্তিক সল্যুশন চালুর ফলে দেশে চতুর্থ শিল্প বিপ্লবের সূচনা হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024