Finance

 রেমিটেন্স পাঠাতে মাশুল আর লাগবে না, জানালেন মন্ত্রী

রেমিটেন্স পাঠাতে মাশুল আর লাগবে না, জানালেন মন্ত্রী

| | 13 May 2017, 09:35 am
ঢাকা, মে ১৩ঃ শুখবর দিয়ে আজ দেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন আগামী ২০১৭-১৮ অর্থবছর থেকে প্রবাসীরা যে রেমিটেন্স পাঠাবেন তার উপর ব্যাংক থেকে কোনো মাশুল নেওয়া হবে না

উনি আরও বলেন এই বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশ আ্দেশ।


মন্ত্রী বলেনঃ "এটাকে বাড়ানোর জন্য গতকাল প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, এখন থেকে রেমিটেন্সের উপর চার্জ আর করবেন না। আই থিংক উই উইল ডু ইট।"

 

উনি বলেন, "প্রধানমন্ত্রী নির্দেশনায় আমরা এটা করব। তাদের (প্রবাসীদের) আর টাকা পাঠানোর জন্য পয়সা দিতে হবে না।”

 

রেমিট্যান্স কমে যাওয়ার বিষয়টিও মন্ত্রী আজ তুলে ধরেন।

 

উনি বলেনঃ "কমার অন্যতম কারণ হচ্ছে, আগে সব অর্থ প্রবাসীরা দেশে পাঠিয়ে দিতেন, এখন কিছু নিজেদের জন্যও রেখে দেন।"

 

বিদেশে টাকা পাচার রোধে জমি কেনাবেচায় সরকার নির্ধারিত সর্বনিম্ন মূল্যও তুলে দেওয়া হতে পারেন এই বিষয় আজ ইঙ্গিত দিয়ছেন মন্ত্রী।

 

"এখন আমরা কোনো সর্বনিম্ন মূল্য বেঁধে না দেওয়ার চিন্তা করছি," মুহিত বলেন।

 

উনি বলেনঃ "জমি কেনাবেচায় অপ্রদর্শিত অর্থই কালো টাকার অন্যতম উৎস। পরবর্তীতে এ কালো টাকা তারা বিদেশে পাচার করে। তাই পাচার বন্ধে আগামী বাজেটে জমির সর্বনিম্ন নির্ধারিত মূল্য পদ্ধতি তুলে দেওয়া হবে।"

 

উনি আরও বলেন যে ওনার সরকার বিদ্যুতে সাবসিডাইজড আরও করে যাবেন কারণ তাদের লক্ষ্য হল প্রতিটি গ্রামে বিদ্যুতায়ন।

 

আজকের এই কথাগুলি মন্ত্রী  অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে অনুষ্ঠিত প্রাক্‌-বাজেট আলোচনায় বলেছেন।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024