Finance

সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হলেন রাজধানীর রবি ও এয়ারটেল অনুমোদিত পরিবেশকের বিক্রয় প্রতিনিধিরা

সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হলেন রাজধানীর রবি ও এয়ারটেল অনুমোদিত পরিবেশকের বিক্রয় প্রতিনিধিরা

| | 16 Oct 2017, 07:55 am
ঢাকা, অক্টোবর ১৬ঃ কর্মদক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘দুরন্ত মেগা ক্যাম্পেইন’র আওতায় ঢাকা মেট্রো অঞ্চলের রবি’র পরিবেশকদের অন্তর্ভূক্ত রবি ও এয়ারটেল’র পরিবেশকদের অন্তর্ভূক্ত বিক্রয় প্রতিনিধিদের পুরস্কৃত করেছে অপারেটরটি।

পণ্য বিক্রি ও সেবা প্রদানের নির্দিষ্ট লক্ষ্য পূরণ করে পুরস্কার হিসেবে ২৪ জন বিক্রয় প্রতিনিধি জিতে নিয়েছেন একটি করে মোটরবাইক।

 

দেশজুড়ে চলা ‘দূরন্ত মেগা ক্যাম্পেইন’র আওতায় বিক্রয় প্রতিনিধিদের মোট ৩৪০টি মোটরবাইক প্রদান করছে অপারেটরটি। গত ৭ সেপ্টেম্বর থেকে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়েছে।

 

এ উপলক্ষ্যে আজ সকালে রাজধানীর টিভিএস এবির হেডকোয়ার্টার তেজগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিক্রয় প্রতিনিধিদের মাঝে মোটরবাইকগুলো বিতরণ করেন রবি’র চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীবাস্তব এবং টিভিএস এবি’র সিইও বিপ্লব কুমার রায়।

 

এসময় রবি’র সেন্ট্রাল ক্লাস্টার মাকেট ডিরেক্টর মুহাম্মাদ মেহেদী হাসান, হেড অব সেলস অপারেশন দিদারুল হাসান সিদ্দিকী, রবি’র ঢাকা মেট্রো’র রিজিওনাল ম্যানেজার বিপ্লব ব্যানার্জী, এয়ারটেলের রিজিওনাল ম্যানেজার সিকদার মোহাম্মাদ আমীর খসরু, ডিস্ট্রিবিউশন ডেভেলপমেন্ট টিম ও ঢাকার  ডিসট্রিক্ট  সেলস ম্যানেজারসহ অন্যান্য পদস্থ’ কর্মকর্তারা এবং রবি ও এয়ারটেল’র বিজয়ী বিক্রয় প্রতিনিধিসহ পরিবেশকরা উপস্থিত ছিলেন।

 

অন্যদিকে টিভিএস এবি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব বিজনেজ মৃগেণ ব্যানার্জী, হেড অব সেলস আতিকুর রহমান, অ্যাডভাইজর আনসার আলী খান, হেড অব মার্কেটিং আশরাফুল হাসান ও কর্পোরেট সেলস ম্যানেজার জিয়াউল আহসানসহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা।

 

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024