Finance

শ্রোতাদের মত মানাতে এলো রবি-ইয়োন্ডার মিউজিক

শ্রোতাদের মত মানাতে এলো রবি-ইয়োন্ডার মিউজিক

| | 26 May 2016, 06:02 am
ঢাকা, মে ২৬ : দেশের সঙ্গীত অঙ্গনে আজ শুরু হল এক নতুন অধ্যায়। নিউইয়র্ক-ভিত্তিক ইয়োন্ডার মিউজিকের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে রবি ইয়োন্ডার মিউজিক সেবা চালু করল রবি। সেবাটির আওতায় গ্রাহকরা দেশের প্রতিষ্ঠিত শিল্পীদের গানের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় গানগুলো উপভোগ করার সুযোগ পাবেন।

রাজধানীর একটি আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করে অপারেটরটি।

গ্রাহকরা বিনামূল্যে রবি ইয়োন্ডার মিউজিক থেকে গান উপভোগ করতে পারবেন। এজন্য কোন অ্যাপ্লিকেশন চার্জ, সাবসক্রিপশন ফি বা পার-ট্র্যাক ডাউনলোড চার্জ প্রদান করতে হবে না। রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপ ব্যবহারকারীরা তাদের মোবাইল ফোনে অ্যাক্টিভ ডাটা প্ল্যান থাকলেই গানের এ বিপুল সম্ভারে প্রবেশ করতে পারবেন। ইয়োন্ডার মিউজিক সার্ভিসটি ওয়াই-ফাই নেটওয়ার্কেও ব্যবহার করা যাবে।

প্লাটফরমটি শিল্পী ও গীতিকারদের মেধাস্বত্ত্বের মর্যাদাও নিশ্চিত করেছে, অ্যাপটিতে তাদের গান যতবার শোনা হবে সে অনুযায়ী তারা একটি নির্দিষ্ট সম্মানী পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রবি ইয়োন্ডার মিউজিকের শিল্পীদের- হাবিব, অর্ণব, বাপ্পা, কণা, এলিটা, চিরকুট, নেমেসিস, বালাম, হৃদয় খান ও অন্যান্য শিল্পীদের গাওয়া বজ্রে শিরোনামের উদ্বোধনী সঙ্গীতটি। গানটি প্রযোজনা করেছেন অর্ণব।

রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলী থেকে নেয়া ‘বজ্রে তোমার বাজে বাঁশি’ গানটি একটি ধ্রুপদী সঙ্গীত। আজ ভিডিও সংস্করণসহ গানটি মুক্তি পেয়েছে যাতে ইয়োন্ডার মিউজিকের সব তারকা এবং দেশের প্রথম সারির লোক শিল্পীরা অংশ নিয়েছেন। এটি বাংলাদেশের সঙ্গীত জগতের একাত্মতা, ঐক্য ও সাংস্কৃতিক সমৃদ্ধির এক প্রতিফলন।

বজ্রে গানটি মুক্তি পাওয়ার মধ্য দিয়ে শুরু হল বছরজুড়ে উল্লিখিত তারকা শিল্পীদের গাওয়া বিভিন্ন গানের আয়োজন। এর মধ্যে শুরুতেই থাকছে চিরকুট এবং যুক্তরাষ্ট্র-ভিত্তিক পপ গানের দল টোয়েন্টিফোর-হোরাস’র যৌথ পরিবেশনা। এছাড়া রবি ইয়োন্ডার মিউজিকের বিভিন্ন শিল্পীদের একক গানের অ্যালবাম ছাড়াও মুক্তি পাবে আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন শিল্পীদের সাথে যৌথভাবে গাওয়া বিভিন্ন গান।

রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপের মাধ্যমে গ্রাহকরা কোন গান শোনার সময় গানটি গ্রাহকের স্মার্টফোনে সংরক্ষিত হবে যাতে তিনি অফলাইন থাকার সময়ও পছন্দের গানটি শুনতে পান। আইওএস স্টোর বা অ্যানড্রয়েড প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করা যাবে। ইমেইল আইডি বা ফেসবুকের মাধ্যমে নিবন্ধন করে গানগুলো শুনতে পারবেন গ্রাহকরা। গানের এক বিশাল সংগ্রহশালা উন্মুক্ত করার মাধ্যমে রবি ইয়োন্ডার মিউজিক অনলাইনে গানের পাইরেসি রোধে সহায়ক ভূমিকা পালন করবে।

ইয়োন্ডার মিউজিক ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী অ্যাডাম কিড্রন বলেন, ‘ইয়োন্ডার বাংলাদেশে রবি’র সাথে যৌথভাবে কাজ শুরু করায় গানের পাইরেসি কমে আসার মাধ্যমে স্থানীয় শিল্পীরা লাভবান হবেন। অন্যদিকে রবি’র গ্রাহকরা মেবাইল ব্রডব্যান্ড প্ল্যানের আওতায় শুনতে পাবেন সেরা গানগুলো। এদেশের শিল্পীদের গানের পাশাপাশি আন্তর্জাতিক শিল্পীদের সাথে গাওয়া নতুন নতুন গান শ্রোতদের উপহার দেয়ার সুযোগ পেয়ে আমি আনন্দিত।”

রবি-ইয়োন্ডার মিউজিক সেবার উদ্বোধনকে দেশের সঙ্গীতাঙ্গনে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অনুষ্ঠান হিসেবে অভিহিত করে রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সুপুন বীরাসিংহে বলেন, “শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী কোম্পানি হিসেবে রবি ইয়োন্ডার মিউজিক সেবা চালু করতে পেরে গর্বিত। যার মাধ্যমে আমাদের গ্রাহকরা বিনামূল্যে দেশ-বিদেশের গানের এক বিপুল সম্ভার হাতে পাবেন। আমরা বিশ্বাস করি, এ পদক্ষেপের ফলে স্থানীয় ও আন্তর্জাতিক শিল্পীবৃন্দের অব্যাহত সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের লাখ লাখ সংগীতপ্রেমীর জীবনে এক বড় ধরণের পরিবর্তন আসবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবি’র বিজনেস অপারেশনস’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) জ্যঁ-মিশেল আর্নড শানুট, ভ্যালু অ্যাডেড সার্ভিস অ্যান্ড এম-টেকনোলজিস অ্যান্ড সল্যুশন্স’র ভাইস প্রেসিডেন্ট বীরাঙ্গা সেনেবীরতেœ, ভ্যাল্যু অ্যাডেড সার্ভিসের জেনারেল ম্যানেজার মাহমুদ হাসান ফয়সাল ও ম্যানেজার জ্যাকলিন এলিজাবেথ মজুমদার এবং ইয়োন্ডার মিউজিক’র প্রেসিডেন্ট (এশিয়া) আদিত্য সামানওয়্যার, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল করিম ও প্রজেক্ট ম্যানেজার আহসান গুনাতিলাকা।

ইয়োন্ডার মিউজিক বাংলাদেশে শুধু রবি’র সাথেই কাজ করবে।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024