Finance

ক্যাশব্যাক সুবিধাসহ আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস বান্ডল অফার আনল রবি

ক্যাশব্যাক সুবিধাসহ আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস বান্ডল অফার আনল রবি

| | 24 May 2017, 08:51 am
ঢাকা, মে ২৪ঃ স্মার্টফোনের জগতে অনন্য ব্রান্ড আইফোন’র সর্বশেষ মডেল আইফোন ৭ ও আইফোন ৭ প্লাস’র সাথে সম্প্রতি ১৫ হাজার টাকা ক্যাশব্যাক অফার এনেছে মোবাইল ফোন অপারেটর রবি। পাশপাশি এ অফারের আওতায় আইফোন কিনতে আগ্রহী রবি’র প্রি-পেইড গ্রাহকদের জন্য রয়েছে সাশ্রয়ী ইএমআই সুবিধা।

১৫ হাজার টাকা ক্যাশব্যাক অফারের আওতায় আইফোন ৭ (৩২ জিবি), আইফোন ৭ (১২৮ জিবি), আইফোন (২৫৬ জিবি), আইফোন ৭ প্লাস (৩২ জিবি), আইফোন ৭ প্লাস’র (১২৮ জিবি) মূল্য যথাক্রমে ৭৬ হাজার, ৮৭ হাজার ৬৫০, ৯৯ হাজার ২৫০, ৮৯ হাজার ৬৫০ ও ১ লাখ ১ হাজার ৬৫০ টাকা থেকে কমে ৬১ হাজার, ৭২ হাজার ৬৫০, ৮৪ হাজার ২৫০, ৭৪ হাজার ৬৫০ ও ৮৬ হাজার ৬৫০ টাকায় নেমে এসেছে।

আইফোন ৭ (৩২ জিবি), আইফোন ৭ (১২৮ জিবি), আইফোন (২৫৬ জিবি), আইফোন ৭ প্লাস (৩২ জিবি) ও আইফোন ৭ প্লাস (১২৮ জিবি) এর মাসিক কিস্তির পরিমাণ যথাক্রমে ৫ হাজার ৮৪, ৬ হাজার ৫৫, ৭ হাজার ২১, ৬ হাজার ২২১ ও ৭ হাজার ২২১ টাকা। এ আইফোনগুলোর যে কোন একটি কিনলে রবি’র প্রি-পেইড গ্রাহকরা হ্যান্ডসেটটি কেনার পর থেকে প্রথম দুই মাস ৫জিবি করে মোট ১০জিবি ফ্রি ডাটা উপভোগ করতে পারবেন।

এ ক্যাম্পেইনের ক্রেডিট কার্ড পার্টনার হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ট ব্যাংক, দি সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস, ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। এ ক্রেডিট কার্ডগুলো দিয়ে রবি’র প্রি-পেইড গ্রাহকরা ০% ইন্টারেস্ট রেটে ১২ মাসের ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।

দেশজুড়ে রবি সেবা কেন্দ্রগুলোতে এই আইফোন হ্যান্ডসেটগুলো পাওয়া যাচ্ছে। গ্রাহকরা ম্যাট ব্ল্যাক, জেট ব্ল্যাক, সিলভার ও গোল্ড কালারের হ্যান্ডসেটগলো থেকে তার পছন্দেরটি বেছে নিতে পারেন। অফারটি ঈদ-উল-ফিতরের চাঁদ রাত পর্যন্ত প্রযোজ্য।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024