Finance

বিশ্ব পানি দিবস ২০১৬ উদযাপন করল রবি

বিশ্ব পানি দিবস ২০১৬ উদযাপন করল রবি

| | 24 Mar 2016, 01:39 pm
ঢাকা, মার্চ ২৪ : রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে (মঙ্গলবার) বিশ্ব পনি দিবস ২০১৬ উদযাপন করল রবি।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে পানির সুষ্ঠু ব্যবহারের ওপর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাদের জন্য একটি কমিউনিকেশন ক্যাম্পেইন পরিচালনা করেছে অপারেটরটি।

 

পানির সাশ্রয়ী ব্যবহারের ওপর যাত্রীদের সচেতন করার লক্ষ্যে রবি ঢাকার দুটি প্রধান রেলওয়ে স্টেশনে বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করেছে।

 

"আমরা জীবনধারার কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনার মাধ্যমে বিশুদ্ধ পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারি সে ব্যপারগুলো যাত্রীদের মেনে চলার আহ্বান জানানো হয়। গুরুত্বপূর্ণ এ বার্তাগুলো তাদের কাছে পৌঁছে দেয়ার জন্য অনন্য এ উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন অনেক যাত্রী," একটি বিবৃতির মাধ্যমে জানায় রবি।

 

"পরিবেশ সুরক্ষায় রবি’র কর্পোরেট দায়বদ্ধতার আওতায় এ ক্যাম্পেইনটি পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে ও ওয়াটার এইডের (বিশুদ্ধ পানি নিশ্চিত করতে যুক্তরাজ্য-ভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান) সহযোগিতায় দেশের সাতটি রেলস্টেশনে- ঢাকা (কমলাপুর ও বিমানবন্দর), চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও রাজশাহী- ৩০ হাজারের বেশি যাত্রী ও দর্শনার্থীদের জন্য দৈনিক ৫ হাজার লিটারের বেশি খাবার পানি সরবরাহ করছে রবি," বিবৃতিতে বলা আছে।

 

বিশুদ্ধ খাবার পানির বিষয়টি বিশ্বজুড়েই একটি আলোচিত ক্ষেত্র। তাই দিবসটি উপলক্ষ্যে একটি দায়িত্বশীল কর্পোরেট কোম্পানি হিসাবে সচেতনতা বৃদ্ধির এ কার্যক্রম হাতে নিয়েছে রবি।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024