Finance

পূর্ণ টেলিযোগাযোগ সেবা রবি’র ইন্টারনেট প্লাসে

পূর্ণ টেলিযোগাযোগ সেবা রবি’র ইন্টারনেট প্লাসে

| | 23 Nov 2015, 11:39 am
ঢাকা, নভেম্বর ২৩: গ্রাহকের সুবিধার্থে ইন্টারনেট প্লাসের আওতায় একই সাথে ডাটা, টক টাইম ও এসএমএস বান্ডল অফার চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি।

ইন্টারনেট প্লাস প্যাকেজটি অ্যাক্টিভ করে গ্রাহকরা ইন্টারনেটসহ স্থানীয় যে কোন অপারেটরে টকটাইম ও  এসএমএস সেবা উপভোগ করতে পারবেন। প্রতিদিন, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে ইন্টারনেট প্লাস প্যাকেজটি গ্রহণ করা যাবে।

 

প্রতিদিনের প্যাকেজের আওতায় ১৩ টাকায় (ভ্যাট ও সম্পূরক শুল্কসহ) ৪৫ মেগাবাইট ডাটা, ১০ মিনিট টকটাইম ও ১০০টি এমএসএম উপভোগ করতে পারবেন গ্রাহকরা। প্যাকেজটি *১৪০*২৫*১# কোডে ডায়াল করে অ্যাক্টিভ করা যাবে।

 

সাপ্তাহিক প্যাকেজের মূল্য ৮৮ টাকা (ভ্যাট ও সম্পূরক শুল্ক সহ) যার আওতায় থাকছে ২০০ মেগাবাইট ডাটা, ৭০ মিনিট টকটাইম ও ৭০০টি এসএমএস। *১৪০*২৫*২# কোডে ডায়াল করে প্যাকেজটি অ্যাক্টিভ করা যাবে।

 

২৭৮ টাকা (ভ্যাট ও সম্পূরক শুল্কসহ) মূল্যের মাসিক প্যাকেজটিতে থাকছে ৭৫০ মেগাবাইট ডাটা, ২৮০ মিনিট টকটাইম ও ২ হাজার ৮০০টি এমএমএস। প্যাকেজটি *১৪০*২৫*৩# ডায়াল করে অ্যাক্টিভ করা যাবে।

 

*২২২*৮# কোডটিতে ডায়াল করে রবি গ্রাহকরা তাদের টক টাইম ব্যালেন্স চেক করতে পারবেন। অন্যদিকে এসএমএস ব্যালেন্স চেক করার জন্য *২২২*১২# এবং ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য *৮৪৪৪*৮৮# কোডটিতে ডায়াল করতে হবে।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024