Finance

নতুন অর্থবছরে ২ লাখ ৩৭ কোটি টাকার এডিপি অনুমোদন এডিপি
সংগৃহিত মেট্রোরেলসহ পরিবহন খাতে সর্বোচ্চ বরাদ্দ

নতুন অর্থবছরে ২ লাখ ৩৭ কোটি টাকার এডিপি অনুমোদন

Bangladesh Live News | @banglalivenews | 18 May 2021, 05:25 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৮ মে ২০২১: জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় নতুন অর্থবছরে (২০২১-২২) ১ হাজার ৫১৫টি প্রকল্পের জন্য ২ লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি ৯ লাখ টাকা ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় সংসদে এর চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।

মঙ্গলবার (১৮ মে) এনইসি সভার সভাপতিত্ব করেন এনইসির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার সদস্যরা এতে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের সামনে এসব তথ্য তুলে ধরেন।

তিনি জানান, ২০২১-২২ অর্থবছরে এডিপি আওতায় ১ হাজার ৪২৬টি প্রকল্প এবং স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের নিজস্ব অর্থায়নে ৮৯টি উন্নয়ন প্রকল্পের কাজ চলবে।

পরিকল্পনামন্ত্রী আরও জানান, নতুন অর্থবছরের জন্য ২,২৫,৩২৪ কোটি টাকা ব্যয় সম্বলিত এডিপি অনুমোদন করেছে এনইসি। তার মধ্যে দেশের অভ্যন্তরীণ উৎস থেকে ১,৩৭,২৯৯ কোটি ৯১ লাখ টাকা এবং বিদেশি উৎস থেকে ৮৮,০২৪ কোটি ২৩ লাখ টাকার জোগান দেয়া হবে।

এছাড়া স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের প্রায় ১১,৪৬৮ কোটি ৯৫ লাখ টাকার এডিপিও অনুমোদন করেছে এনইসি। তার মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ৬,৭১৭ কোটি ৪৮ লাখ এবং বিদেশি উৎস থেকে ৪,৭৫১ কোটি ৪৭ লাখ টাকার জোগান দেয়া হবে।

নতুন এডিপির বরাদ্দ মোট ১৫টি খাতে দেয়া হয়েছে।

তার মধ্যে সর্বোচ্চ গুরুত্ব পাওয়া ১০টি খাতের মধ্যে পরিবহন ও যোগাযোগ খাত বরাদ্দ পেয়েছে প্রায় ৬১,৬৩১ কোটি (২৭ দশমিক ৩৫ শতাংশ)।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় ৪৫,৮৬৮ কোটি (২০ দশমিক ৩৬ শতাংশ)।

গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলি খাতে প্রায় ২৩,৭৪৭ কোটি (১০ দশমিক ৫৪ শতাংশ)।

শিক্ষা খাতে প্রায় ২৩,১৭৮ কোটি (১০ দশমিক ২৯ শতাংশ)।

স্বাস্থ্য খাতে প্রায় ১৭,৩০৭ কোটি (৭ দশমিক ৬৮ শতাংশ)।

স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে প্রায় ১৪,২৭৪ কোটি (৬ দশমিক ৩৪ শতাংশ)।

পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি খাতে প্রায় ৮,৫২৬ কোটি (৩ দশমিক ৭৮ শতাংশ)।

কৃষি খাতে প্রায় ৭,৬৬৫ কোটি (৩ দশমিক ৪০ শতাংশ)।

শিল্প ও অর্থনৈতিক সেবা খাতে প্রায় ৪,৬৩৮ কোটি (২ দশমিক ০৬ শতাংশ) এবং

বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে প্রায় ৩,৫৮৭ কোটি টাকা (১ দশমিক ৫৯ শতাংশ)।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024