Finance

এবার পেঁয়াজের মৌসুমে আমদানি বন্ধ করা হবে
Amirul Momenin

এবার পেঁয়াজের মৌসুমে আমদানি বন্ধ করা হবে

Bangladesh Live News | @banglalivenews | 05 Mar 2020, 03:33 am
ঢাকা, মার্চ ৫ : দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর গত ২৬ ফেব্রুয়ারি পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয় ভারত। এরপরই ৫০ হাজার টন পিয়াজ আমদনীর অনুমতি দেয় বাংলাদেশ। অপরদিকে দেশে চলতি মাসের শেশ দিকে ক্ষেত থেকে পেঁয়াজ উঠানো শুরু হবে। এ এ বছর প্রায় দ্বিগুণ না হলেও কাছাকাছি হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সবাই। সঙ্গত কারণে কৃষকের স্বার্থ রক্ষায় পিয়াজ আমদানী নিরুৎসাহিত করার বিকল্প নেই।

মন্ত্রিসভার বিগত বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পিয়াজ আমদানী বন্ধের প্রস্তাব দেয়া হয়। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাপ-আলোচনার মাধ্যমে সংশ্লিষ্টদের এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেন।

বুধবার (৪ মার্চ) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। এর আগে তিনি সফররত সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার অ্যাসিসট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) ক্রিস্টোফার উইলসন ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বৈঠক করেন।

সংকট ও মূল্যবৃদ্ধির কারণে গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত। দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর গত ২৬ ফেব্রুয়ারি পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয় দেশটি। রফতানিতে ভারতের নিষেধাজ্ঞার পর দেশের পেঁয়াজ বাজারে অস্থিরতা দেখা দেয়। এতে বাংলাদেশের বাজারে সর্বোচ্চ ২৮০-৩০০ টাকায় বিক্রি হয়েছে প্রতি কেজি পেঁয়াজ।

পেঁয়াজ পরিস্থিতি নিয়ে জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, এ বছর ভালো পেঁয়াজ হবে। অনেক এরিয়াতে পেঁয়াজ করা হয়েছে। আমরা যে পেঁয়াজের জাত উদ্ভাবন করেছি সেটা মাঠ পর্যায়ে চাষাবাদ হলে ভবিষ্যতে বাংলাদেশে পেঁয়াজের সমস্যা থাকবে না। নতুন জাতের উৎপাদন প্রায় দ্বিগুণ না হলেও কাছাকাছি হবে। ১০-১১ টন হতো প্রতি হেক্টরে, সেটা হবে ১৮-১৯ টন।’ তবে, গত মঙ্গলবার ফরিদপুরে শিলাবৃষ্টিতে ওই এলাকার পেয়াজের ভালোই ক্ষতি হয়েছে।

ভর মৌসুমে পেঁয়াজ আমদামি বন্ধের দাবি জানানোর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কী বলেছিলেন-জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘তিনি বলেছেন, অর্থ মন্ত্রণালয়সহ সবাই মিলে আলাপ-আলোচনা করে...খুবই সতর্ক থাকতে বলেছেন।’

কৃষিমন্ত্রী বলেন, ‘যদি ভালো পেঁয়াজ উঠে পড়ে, আমরা অবশ্যই চাষিদের স্বার্থটা দেখব।’ চলতি মাসের শেষে ক্ষেত থেকে পেঁয়াজ উঠানো শুরু হবে বলেও জানান কৃষিমন্ত্রী।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024