Finance

ভারতের পাশাপাশি ভুটানসহ আশপাশের দেশেও নৌপথে পণ্য পাঠানোর আশাবাদ এক্সপোর্ট
সংগৃহিত বাংলাদেশ থেকে ভারতে নৌপথে খাদ্যপণ্য পরিবহনের উদ্বোধন করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

ভারতের পাশাপাশি ভুটানসহ আশপাশের দেশেও নৌপথে পণ্য পাঠানোর আশাবাদ

Bangladesh Live News | @banglalivenews | 17 Mar 2021, 03:19 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৭ মার্চ ২০২১: নৌপথ ব্যবহার করে কেবল ভারত নয়, ভুটানসহ আশপাশের বিভিন্ন দেশে পণ্য পাঠানোর আশাবাদ ব্যক্ত করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১৬ মার্চ) নরসিংদীর পলাশ উপজেলায় প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নৌ-প্রটোকল চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ভারতে নৌপথে খাদ্যপণ্য পরিবহনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর শেষ দিনে বাংলাদেশের পণ্য নিয়ে জাহাজ ভারতে আমরা পাঠাতে পেরেছি। পণ্য পরিবহনের ক্ষেত্রে নৌপথ যে সাশ্রয়ী পরিবহন মাধ্যম হতে পারে সেটা আমরা ব্যবসায়ীদের আশ্বস্ত করতে পেরেছি এবং ব্যবসায়ীরা এগিয়ে এসেছে। এজন্য প্রাণ-আরএফএল গ্রুপকে ধন্যবাদ জানাই।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আজকে যেসব পণ্য যাচ্ছে সেগুলোকে পাইলট বলা যায়। সড়কপথে পরিবহন খরচে যে সীমাবদ্ধতা ছিল নৌপথে তা অনেক কম। সেখানে অনেক পণ্য একসঙ্গে পরিবহন করা যায়, সুবিধাও বেশি। সেই সুবিধা ব্যবসায়ীরা পাবে। পণ্যের দাম এক্ষেত্রে কমে যাবে এবং এটা নিরাপদও আছে। আমি মনে করি আজকে নতুন দিগন্ত উন্মোচন হলো।

তিনি বলেন, আমরা ভবিষ্যতে নৌপথ ব্যবহার করে শুধু কলকাতা নয় আসাম, ভুটানসহ আশেপাশের বিভিন্ন দেশগুলোতে পণ্য পাঠাতে চাই। বাংলাদেশের ব্যবসায়িক পরিধি দিন দিন বেড়ে যাচ্ছে। প্রাণ-আরএফএল গ্রুপ ১৪৫টি দেশে পণ্য পাঠিয়ে থাকে। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল আয়ের দেশে গেছি। আমরা আরও ভালো ভালো পণ্য উৎপাদন করব এবং সমগ্র বিশ্বে পাঠাবো। সেক্ষেত্রে নৌপথ সবচেয়ে নিরাপদ পরিবহন মাধ্যম।

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে। প্রাণ-আরএফএল-এর মতো শত শত প্রাণ-আরএফএল দেশে গড়ে উঠবে এবং বাংলাদেশ অবশ্যই অর্থনীতিতে এগিয়ে যাবে। আমরা উন্নত বাংলাদেশ অবশ্যই হবো।

বাণিজ্য সচিব ড: মো: জাফর উদ্দীন বলেন, আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হচ্ছি। প্রাণ গ্রুপ প্রায় ৫০০টি প্রোডাক্ট ১৪৫টি দেশে রফতানি করে। আমাদের যে পাঁচ বিলিয়ন এক্সপোর্ট লস হবে বলে বলা হচ্ছে। আমি অনুরোধ করব প্রাণ গ্রুপ আরও দুই বিলিয়ন আমাদের দিতে পারেন।

বাণিজ্য সচিব বলেন, পিয়াজের জন্য সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত আমাদের একটা সমস্যা যায়। সেজন্য পাউডার পেঁয়াজ করার নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রাণ গ্রুপ ইতোমধ্যে সেটি করছে, তারা স্যাম্পলও দেখিয়েছে। তাদের কাছে অনুরোধ; পাউডার পেঁয়াজ ব্যবহারের বিষয়টি প্রচার করুন। তাহলে পেঁয়াজ নিয়ে যে সমস্যা সেটি থাকবে না।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024