Finance

অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি টেকসই সরবরাহ ব্যবস্থা জোরদারে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বাংলাদেশ-যুক্তরাষ্ট্র
ওয়ালপেপার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পতাকা

অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি টেকসই সরবরাহ ব্যবস্থা জোরদারে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

Bangladesh Live News | @banglalivenews | 07 Oct 2020, 04:36 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৭ অক্টোবর ২০২০ : ঢাকা ও ওয়াশিংটন বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করতে টেকসই সরবরাহ ব্যবস্থার সুবিধার্থে এবং আরো কর্মসংস্থান সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছে।

কোভিড ১৯ মহামারির কারণে বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে এবং অবাধ, মুক্ত, অন্তর্ভুক্তিমূলক ,শান্তিপূর্ণ ও সুরক্ষিত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অভিন্ন অংশীদারিত্ব গড়ে তুলতে দুই দেশ দ্বিপক্ষীয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছে।

সোমবার মার্কিন পররাষ্ট্র দফতর প্রকাশিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্বের অগ্রযাত্রা বিষয়ে এক যৌথ বিবৃতিতে এ কথা প্রতিফলিত হয়।

মঙ্গলবার এখানে যুক্তরাষ্ট্র দূতাবাস এ কথা জানায়।

৩০ সেপ্টেম্বর অর্থনৈতিক প্রবৃদ্ধি,জ্বালানি ও পরিবেশ বিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি অব স্টেট কিথ ক্র্যাচ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের যৌথ সভাপতিত্বে উচ্চ পর্যায়ের ভার্চ্যুয়াল বৈঠকের পরে এই যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।

বৈঠকে উভয় পক্ষ দুই দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক অংশীদারিত্ব ও বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার জন্য বিনিয়োগ, জ্বালানি, ডিজিটাল নীতি, ব্লু ইকোনমি, যোগাযোগ ও জনস্বাস্থ্যের ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্ট (টিকফা) বিষয় দুই সরকারের মধ্যে কাউন্সিল বৈঠকে বাংলাদেশ পক্ষ দেশের অর্থনৈতিক জোনে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আহবান জানিয়েছে।

বৈঠকে বাংলাদেশে জ্বালানি, ব্লু ইকোনমি, যোগাযোগ ও জনস্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ ও সম্ভাবনার কথা তুলে ধরা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং উভয় দেশেল সংশ্লিষ্ট মন্ত্রনালয় ও বিভাগের সিনিয়র কর্মকর্তারা বৈঠকে যোগ দেন।

সরকারী হিসাবে ১০ বছরে উভয়পক্ষে বাণিজ্য দ্বিগুণ বেড়ে ২০১৯ সালে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯ বিলিয়ন মার্কিন ডলার।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024