Finance

পোশাক শিল্পে চীনকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ পোশাক শিল্প
ফাইল ছবি/সংগৃহিত

পোশাক শিল্পে চীনকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ

Bangladesh Live News | @banglalivenews | 28 Jan 2023, 05:50 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৮ জানুয়ারি ২০২৩ : করোনার প্রভাবে অর্থনৈতিক মন্দায় পড়েছে চীন। সাধারণত চীনের বাজার থেকে সবচেয়ে বেশি পোশাক আমদানি করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পরিসংখ্যানে দেখা যাচ্ছে পোশাক আমদানির ক্ষেত্রে চীনকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ। বাংলাদেশের এক গণমাধ্যে এমন তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পলিসি রিসার্চ ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুরের মতে, চীনের জনসংখ্যা হ্রাসের কারণে দেশটিতে দক্ষ শ্রমিকের ঘাটতি হয়েছে। এদিকে বাংলাদেশ ভালোমানের মান সম্মত পোশাক তৈরি করছে। ফলে ইউরোপীয় ইউনিয়নে রপ্তানির ক্ষেত্রে চীনকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ।

যদিও এতদিন ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় পোশাক সরবরাহকারী স্থান ধরে রেখেছে চীন তবে মৌলিক এবং মূল্য সংযোজন করা পোশাকের চাহিদা বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশী পোশাকের পণ্যের অনুপ্রবেশ বাড়ছে।

গত বছর জানুয়ারি থেকে অক্টোবর মাসে ইইউতে বাংলাদেশি পোশাকের চালান ৪১.৭৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯.৪০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা চীনের পরে বিশ্বের বৃহত্তম বাণিজ্য ব্লকে দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসাবে দেশটি তার অবস্থান ধরে রেখেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চীনে মূলত দক্ষ জনবলের ঘাটতি দেখা দিয়েছে। বিদেশী বিনিয়োগ প্রত্যাহার এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণে গত কয়েক বছরে বৈশ্বিক পোশাকের বাজারের অংশীদারিত্ব হারাচ্ছে দেশটি। এর ফলে চীন থেকে বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভারত ও পাকিস্তানের মতো এশিয়ার অন্যান্য দেশ বেশি অর্ডার পাচ্ছে।

২০১৫ সালে, বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব ছিল ৫.৯ শতাংশ এবং ২০২১ সালের দেশের পোশাক রপ্তানির তথ্যের ভিত্তিতে, শতাংশটি ৬.৫ শতাংশে উন্নীত হয়।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) অনুসারে, ইইউতে বাংলাদেশের বাজার শেয়ার ২০২২ সালে ২৪ শতাংশে উন্নীত হয়েছে, যা ২০১৭ সালে ছিল ১৮.৫ শতাংশ।

স্থানীয় রপ্তানিকারকদের মতে, কাজের অর্ডার চীন থেকে বাংলাদেশে সরিয়ে নেওয়ার আরেকটি কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সাম্প্রতিক শুল্ক যুদ্ধ।

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, ইইউতে ডেনিম রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ ইতোমধ্যে চীনকে ছাড়িয়ে যাচ্ছে। আমরা অদূর ভবিষ্যতে অন্যান্য পণ্য বিভাগেও চীনকে ছাড়িয়ে যাব।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024