Finance

বাংলালিংক প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এলো সর্ববৃহৎ ইন্টারনেট মুভি লাইব্রেরি- বাংলাফ্লিক্স

বাংলালিংক প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এলো সর্ববৃহৎ ইন্টারনেট মুভি লাইব্রেরি- বাংলাফ্লিক্স

| | 30 Aug 2016, 12:23 pm
ঢাকা, আগস্ট ৩০- মুভি তরুণদের মাঝে বরাবরই একটি জনপ্রিয় বিনোদন।

সে কারণেই দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল কমিউনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, গ্রাহকদের সর্বোচ্চমানের ভিডিও স্ট্রিমিং অভিজ্ঞতা দিতে বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে সর্ববৃহৎ ইন্টারনেট মুভি লাইব্রেরি বাংলাফ্লিক্স।

 

এক্সক্লুসিভ ইন্টারনেট ডাটা বান্ডেলের সাথে বাংলাফ্লিক্স গ্রাহকদের দেবে উচ্চমানসম্পন্ন ভিডিও স্ট্রিমিং সেবা। এটি ১০ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত আনলিমিটেড ভিডিও স্ট্রিমিং-এ ফ্রি ট্রায়ালের সুবিধা দেবে।

 

ট্রায়াল সময় শেষে গ্রাহকরা তাদের চাহিদা মতো বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিতে পারবেন। আনলিমিটেড ফ্রি সাবস্ক্রিপশন পেতে গ্রাহকরা ২ গিগাবাইট/ ৪ গিগাবাইট ইন্টারনেট ডাটা প্যাক কেনার অপশন পাবেন।

 

"এর মাধ্যমে গ্রাহকরা পাবেন উচ্চমানসম্পন্ন ভিডিও স্ট্রিমিং, বিভিন্ন ধরনের ভিডিও, অ্যাড টু মাই লিস্ট অপশন, মাল্টিপল প্ল্যাটফর্ম (অ্যাপ, ডব্লিউএপি এবং ওয়েব), ডিভাইস কমপ্যাটিবিলিটি, সহজ ইন্টারফেস, বিরতিহীন দেখার সুবিধা ইত্যাদি। এই অ্যাপটি ডাউনলোড করতে ভিজিট করুন- http://banglaflix.com.bd অথবা গুগল প্লে অ্যাপ স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোর," একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে কোম্পানি।

 

বাংলালিংক তার গ্রাহকদের ভবিষ্যতের ডিজিটাল দুনিয়ায় সম্পৃক্ত করতে চায় এবং সীমাহীন সম্ভাবনার দুয়ার খুলে দিতে চায়। বাংলালিংক- এর ডিজিটাল অগ্রযাত্রারই একটি অংশ বাংলাফ্লিক্স।

 


বাংলালিংক তার গ্রাহকদের জীবনকে আরও অধিক ডিজিটাল এবং ঝামেলামুক্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। বাংলাফ্লিক্স সহজেই আমাদের গ্রাহকদের ডিজিটাল বাংলা বিনোদন উপভোগ করার সুযোগ করে দেবে।

 

বাংলালিংক- এর হেড অব কন্টেন্ট জিয়াউল হক শিকদার বলেন, “মুভি কিংবা অন্যান্য ভিডিও সব বয়সী মানুষের কাছে বিনোদনের অন্যতম একটি উৎস।

 


কিন্তু আমাদের ব্যস্ত জীবনের কারণে থিয়েটার কিংবা সিনেমা হলে গিয়ে নাটক বা মুভি দেখার সময় হয়ে ওঠে না। গ্রাহকদের ব্যক্তিগত মোবাইল ডিভাইসে সেই বিনোদনের সুযোগ করে দিতেই বাংলাফ্লিক্স অ্যাপটি নিয়ে আসা হয়েছে।

 


বিনোদনের মাধ্যমে মানুষের আনন্দঘন মুহুর্তগুলোর সাথে থাকতে পেরে আমরা সত্যিই গর্বিত”।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024