Finance

দুই ডেপুটি গভর্নরকে অব্যাহতি দেওয়া হল

দুই ডেপুটি গভর্নরকে অব্যাহতি দেওয়া হল

| | 15 Mar 2016, 07:40 am
ঢাকা, মার্চ ১৫- আজ সরকার বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকে তাদের পদ থেকে অব্যাহতি দিয়েছেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই বিষয় সাংবাদিকদের জানান।


"বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর আবুল কাশেম ও নাজনীন সুলতানাকে অব্যাহতি দেওয়া হয়েছে," উনি সাংবাদিকদের জানান।


মুহিত বলেন যে দুই পদে শিগগিরই নতুন নিয়োগ করানো হবে।


আজকের এই পদক্ষেপগুলি সরকার এমন দিনে নিয়েছেন যেদিন 

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান মঙ্গলবার  পদত্যাগ করেছেন।

হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ডলার লোপাটের প্রেক্ষাপটে  আজকে উনি এই পদক্ষেপ নিয়েছেন।

আজ রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

আগে উনি সাংবাদিকদের জানানঃ " পদত্যাগ করতে আমার দ্বিধা নাই।"

অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রহমানের পদত্যাগকে নৈতিক মনোবল ও সৎ সাহসের বিরল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

সাবেক অর্থসচিব ফজলে কবির বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হচ্ছেন।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024