Finance

৫৩ জন করোনায় মারা গেলেও চট্টগ্রাম বন্দরে বন্ধ নেই কাজ চট্টগ্রাম বন্দর
ফাইল ছবি/উইকিমিডিয়া কমন্স/মতিউর রাহমান অনি চট্টগ্রাম বন্দর

৫৩ জন করোনায় মারা গেলেও চট্টগ্রাম বন্দরে বন্ধ নেই কাজ

Bangladesh Live News | @banglalivenews | 10 Feb 2022, 06:28 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা,১০ ফেব্রুয়ারি ২০২২: করোনায় চট্টগ্রাম বন্দরের ৫৩ জন কর্মকর্তা-কর্মচারী মারা গেছেন। তা সত্ত্বেও বন্দর এক মুহূর্তের জন্যও কাজ বন্ধ হয়নি। এভাবে দেশের অর্থনীতি সচল রাখতে এই বন্দর বিশেষ ভূমিকা রেখেছে।

২০২১ সালে এই বন্দর রেকর্ড পরিমান ৩.২১ মিলিয়ন টি.ই.ইউ কন্টেইনার হ্যান্ডেল করেছে। বন্দরটির চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান এ কথা জানান।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪২তম বৈঠকে কার্যবিবরণী থেকে এ তথ্য জানা যায়। এর আগে কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, চট্টগ্রাম বন্দরের অনেক উন্নয়ন হলেও তা বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে সমন্বিতভাবে করা হয়নি। ফলে বিদেশি বন্দরের মতো চট্টগ্রাম বন্দর অতটা আকর্ষণীয় নয়। তিনি চট্টগ্রাম বন্দরকে পরিকল্পিতভাবে আন্তর্জাতিক মানের আধুনিক এবং দর্শণীয় বন্দরে উন্নীত করার পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করেন।

এর জবাবে করোনার মধ্যেও বন্দরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং শ্রমিকদের কাজ চালিয়ে যাওয়ায় ধন্যবাদ জানিয়ে এম শাহজাহান আরও বলেন, ১৩৪ বছরের পুরনো এই চট্টগ্রাম বন্দর। চাহিদার প্রেক্ষিতে এবং প্রয়োজনীয়তার নিরিখে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থাপনা কালক্রমে বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে। ফলে বন্দরটিকে পরিকল্পনামাফিক গুছিয়ে দর্শনীয়ভাবে গড়ে তোলা সম্ভব হয়নি।

যেহেতু এটি একটি ব্রাউনফিল্ড বন্দর তাই এটিকে পরিকল্পনামাফিক গুছানো দুরূহ ব্যাপার। তারপরও বন্দরটিকে যতটুকু সম্ভব ‘রিমডেলিং’ এর মাধ্যমে সুন্দরভাবে গুছিয়ে আন্তর্জাতিক মানের আধুনিক ও দর্শনীয় বন্দরে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হবে। তাছাড়া চট্টগ্রাম বন্দরের গ্রিন ফিল্ড প্রজেক্ট বে-টার্মিনাল এলাকায় পরিকল্পিতভাবে আন্তর্জাতিক মানের আধুনিক ও আকর্ষণীয় বন্দর সুবিধাদি নির্মাণ করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024