Finance

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডেলিংয়ের রেকর্ড

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডেলিংয়ের রেকর্ড

Bangladesh Live News | @banglalivenews | 03 Jul 2018, 05:37 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুলাই ৩ : চট্টগ্রাম সমুদ্রবন্দর ২০১৭-১৮ অর্থবছরে ২৮ লাখ ৮ হাজার ৫৫৪ টিইইউ’স (২০ ফুট লম্বা) কনটেইনার হ্যান্ডলিং করেছে।

যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি।

 

গত অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ ছিল ২৫ লাখ ৩ হাজার ৪৭১ টিইইউ’স।

 

সে তুলনায় এ অর্থবছরে চট্টগ্রাম সমুদ্রবন্দর কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৩ লাখ ৫ হাজার ৮৩ টিইইউ’স।প্রবৃদ্ধি ১২ দশমিক ১৯ শতাংশ।


বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আইসডি, পানগাঁও, বাল্ক, বহির্নোঙর, জেটিতে খোলাপণ্য (বাল্ক) ও কনটেইনারে আনা পণ্য মিলে ২০১৭-১৮ অর্থবছরে হ্যান্ডলিং করেছে ৯ কোটি ২৯ লাখ ২৩ হাজার ২২৮ মেট্রিক টন। এর আগের অর্থবছরে যা ছিল ৭ কোটি ৯৯ লাখ ৮২ হাজার ৫১৯ মেট্রিকটন। পণ্য হ্যান্ডলিং বেড়েছে ১ কোটি ২৯ লাখ ৪০ হাজার ৭০৯ মেট্রিকটন। প্রবৃদ্ধি ১৬ দশমিক ১৮ শতাংশ।


সূত্র্র জানায়, বন্দর কর্তৃপক্ষের দক্ষ ব্যব¯’াপনা, আধুনিক হ্যান্ডলিং যন্ত্রপাতি এবং বন্দরের সকল কর্মকর্তা-কর্মচারী ও স্টেক হোল্ডারদের সহযোগিতায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। কনটেইনার হ্যান্ডলিংয়ে ২০১৭-১৮ অর্থবছরে ১২ দশমিক ১৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024