Finance

চট্টগ্রামে নির্মিত হচ্ছে আরও দুটি আইসিডি চট্টগ্রামে আইসিডি
সংগৃহিত নির্মাণাধীন আইসিডি

চট্টগ্রামে নির্মিত হচ্ছে আরও দুটি আইসিডি

Bangladesh Live News | @banglalivenews | 04 Aug 2021, 07:15 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৪ আগস্ট ২০২১: চট্টগ্রামে নির্মিত হচ্ছে আরও দুটি অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি)। অ্যাঙ্করেজ কনটেইনার্স ডিপো নামে একটি বন্দর থেকে আনুমানিক ১০ কিলোমিটার দূরে এবং বে লিঙ্ক কনটেইনার নামে অপরটি নির্মিত হচ্ছে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়ন এলাকায়, যেটা বন্দর থেকে আনুমানিক ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত।

খোঁজ নিয়ে জানা গেছে, দুটি আইসিডির নির্মাণ কাজ চলছে পুরোদমে। আগামী পাঁচ-ছয় মাসের মধ্যে আইসিডি দুটি’র উদ্বোধন হতে পারে। অবশ্য করোনা মহামারিতে শ্রমিক সংকটের কারণে মাঝে নির্মাণ কাজ কিছুটা ব্যাহত হয়েছিল।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বে লিঙ্ক কনটেইনার নামে আইসিডিটি নির্মাণ করছেন ঢাকার একটি টেক্সটাইল কোম্পানি এবং অ্যাঙ্করেজ কনটেইনার্স ডিপো নির্মাণ করছেন ফ্রান্সভিত্তিক শিপিং কোম্পানি সিএমএ-সিজিএম। ভূমি বাদে প্রায় একশ কোটি টাকা ব্যয়ে নির্মিত আইসিডি দুটির ধারণক্ষমতা হিসাব করা হচ্ছে প্রায় ১২ হাজার টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের) কনটেইনার।

জানা গেছে, দেশের শতভাগ রফতানি ও ৩৮টি আমদানি পণ্যের কনটেইনার হ্যান্ডলিং করে এসব আইসিডি। তবে বন্দর ইয়ার্ডে জট নিরসনে গত ২৫ জুলাই জাতীয় রাজস্ব বোর্ড এক অফিস আদেশে বন্দরের সব ধরনের আমদানি পণ্যের কনটেইনার আইসিডিতে স্থানান্তর করতে আদেশ দেন। এরপর প্রায় তিন হাজার আমদানি কনটেইনার আইসিডিতে স্থানান্তর হয়। আবার সিঙ্গাপুর ও কলম্বোর মতো ট্রান্সশিপমেন্ট বন্দরগুলোর অচলাবস্থার কারণে আইসিডিগুলোতে গত এক মাসের অধিক সময় ধরে রফতানি কনটেইনারের চাপ সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা) সূত্রে জানা গেছে, ১৯টি বেসরকারি আইসিডির ধারণক্ষমতা ৭৮ হাজার টিইইউস কনটেইনার।

বর্তমানে আইসিডিগুলো আমদানি-রফতানি এবং খালি কনটেইনার মিলিয়ে প্রায় ৭৫ শতাংশ পূর্ণ। নতুন আইসিডি দুটির নির্মাণ কাজ শেষ হলে জট নিরসনে ভূমিকা রাখতে পারবে।

জানতে চাইলে বিকডা সভাপতি নুরুল কাইয়ুম খান বুধবার বলেন, 'বর্তমানে ১৯ ডিপোর ধারণক্ষমতা ৭৮ হাজার টিইইউস কনটেইনার। নতুন দুটির মাধ্যমে আরও ১২ হাজারসহ মোট ধারণক্ষমতা বেড়ে দাঁড়াবে ৯০ হাজারে। ফলে কনটেইনার জট কমবে। পাশাপাশি রফতানি পণ্যের দ্রুত জাহাজীকরণ করা যাবে এবং আমদানি পণ্য দ্রুত ডেলিভারি নেয়া যাবে। যদিও তারা এখনো বিকডার সদস্যভুক্ত হয়নি। নির্মাণ কাজ সমাপ্ত হলে যথাযথ প্রক্রিয়া শেষে বিকডার সদস্যভুক্ত হবেন।’

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024