Finance

এলজি স্মার্টফোন কেনায় হায়ার পারচেজ স্কিম আনল রবি

এলজি স্মার্টফোন কেনায় হায়ার পারচেজ স্কিম আনল রবি

| | 23 Jun 2016, 11:42 am
ঢাকা, জুন ২৩: এলজি’র ফ্ল্যাগশিপ স্মার্টফোন জি৫-সহ ব্র্যান্ডটির বিভিন্ন আকর্ষণীয় স্মার্টফোনে হায়ার স্মার্টফোন স্কিম আনল রবি। ফলে ক্রেডিটকার্ড ছাড়াই কিস্তিসহ বান্ডল অফার উপভোগ করতে পারবেন গ্রাহকরা। দেশের টেলিযোগাযোগ খাতে এই প্রথম হায়ার পারচেজ স্কিমের সুবিধা আনল অপারেটরটি।

এ অফারের আওতায় রবি গ্রাহকরা ক্রেডিট কার্ড ছাড়াই প্রতিটি সমান মাসিক কিস্তিতে আকর্ষণীয় হ্যান্ডসেট কেনার সুযোগ পাবেন। সারাদেশে এলজি-বাটারফ্লাই অনুমোদিত শোরুমগুলোতে এ অফার গ্রহণ করা যাবে, একটি বিবৃতির মাধ্যমে জানায় রবি।

রবির কর্পোরেট অফিসে সম্প্রতি এলজি বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের সাথে এ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সুপুন বীরাসিংহে এবং এলজি বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম. এ. মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন।

রবির গ্রাহকরা এই কিস্তি সুবিধায় এলজি’র জনপ্রিয় স্মার্টফোন এলজি কে৭, এলজি কে১০, এলজি ক্লাস ও এলজি জি৫ কিনতে পারবেন। গ্রাহকরা ৬ থেকে ১২ মাস সময়সীমার মধ্যে কিস্তি সুবিধা গ্রহণ করতে পারবেন। এলজি কে৭’র সাথে রবির ২৫০ মিনিট টকটাইম ও ২ জিবি ইন্টারনেট, এলজি কে১০’র সাথে ৩৫০ মিনিট টকটাইম ও ২ জিবি ইন্টারনেট, এলজি ক্লাস’র সাথে ৪০০ মিনিট টকটাইম এবং ৩ জিবি ইন্টারনেট এবং এলজি’র ফ্ল্যাগশিপ স্মার্টফোন এলজি জি৫’র সাথে ৯০০ মিনিট টকটাইম ও ৫ জিবি ইন্টারনেট উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

ছয় মাসের কিস্তিতে এলজি কে৭ কেনার জন্য গ্রাহককে মাসে ২ হাজার ১৭ টাকা এবং ১২ মাসের কিস্তিতে ১ হাজার ১২৫ টাকা পরিশোধ করতে হবে। এলজি কে১০ ছয়মাসের কিস্তিতে দাম পড়বে মাসিক ২ হাজার ৭৭৮ টাকা এবং ১২ মাসের কিস্তিতে মাসিক ১ হাজার ৫৫৪ টাকা। এলজি ক্লাস ছয় মাসের কিস্তিতে নেয়ার জন্য মাসিক ৪ হাজার ৩৮ টাকা এবং ১২ মাসের জন্য মাসিক ২ হাজার ২১৩ টাকা পরিশোধ করতে হবে। অন্যদিকে এলজি জি৫ পাওয়া যাবে ছয় মাসের কিস্তিতে মাসিক ১০ হাজার ৯৪৩ টাকা এবং ১২ মাসের কিস্তিতে ৫ হাজার ৮৬০ টাকায়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি সিঙ্গাপুরের রিজিওনাল ম্যানেজিং ডিরেক্টর পার্ক ইয়ুন চ্যুল, এলজি বাংলাদেশ’র ম্যানেজিং ডিরেক্টর এডওয়ার্ড কিম, এলজি বাটারফ্লাই লিমিটেড’র ডিরেক্টর মাহাবুব-উর রহমান সজিব, চিফ অপারেটিং অফিসার (সিওও) মুস্তাফিজুর রহমান সাজিদ, এক্সিকিউটিভ ডিরেক্টর এম. এইস. সুফিয়ানি ও ম্যানেজার (মোবাইল অপারেশন) মোহাম্মদ মনিরুজ্জামান এবং রবি’র বিজনেস অপারেশনস’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জ্যঁ-মিশেল অর্নড শানুট, ডিভাইস বিজনেস’র জেনেরাল ম্যানেজার মো. আতাউল হক, ম্যানেজার অনামিকা জিনাত সুলতানা উপস্থিত ছিলেন।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024