Finance

কাঁচা মরিচের বাজার গরম নিত্যপ্রয়োজনীয় পণ্য
Obed Hernandez/Unsplash প্রতীকী ছবি

কাঁচা মরিচের বাজার গরম

Bangladesh Live News | @banglalivenews | 06 Aug 2021, 04:19 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৬ আগস্ট ২০২১: আবারও চালের দাম ঊর্ধমুখী। গত কয়েকদিন খুচরা বাজারে কেজিপ্রতি এক থেকে দুই টাকা পর্যন্ত দাম বেড়েছে চালের। এই যখন অবস্থা তখন ‘বোঝার ওপর শাকের আঁটি’ হয়ে বাজার গরম করল মরিচ। আজ শুক্রবার (৬ আগস্ট) রাজধানীর ঢাকায় কাঁচা মরিচের কেজি ২০০ টাকা।

এদিকে, গাজরের কেজি শত টাকা। তবে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য মোটামুটি আগের দামেই বিক্রি হচ্ছে। আজ রাজধানীর উত্তরা এলাকায় বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

ক্রেতা-বিক্রেতারা জানালেন, চালের দাম বৃদ্ধির কথা। কাঁচা মরিচের ঝাঁজ চরমে পৌঁছানের দিনে স্বস্তি এই যে, অন্যান্য সবজি, মাছ, ডিম, মুরগির দাম কিছুটা সহনীয় রয়েছে।

মেসার্স ইমন এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী মো. মনির হোসেন ঢাকা পোস্টকে জানান, মোটা ও স্বর্ণাসহ সব চালের দামই এক থেকে দুই টাকা পর্যন্ত বেড়েছে। পাইকারেরা বস্তাপ্রতি দাম বাড়ানোর ফলে খুচরা বাজারে দাম বেড়েছে। দু-একজন পাইকারের দাবি, সামনে চালের দাম আরও বাড়তে পারে।

বাজার ঘুরে দেখা যায়, মোটা ও স্বর্ণা ধানের চাল কেজিপ্রতি ৫০ থেকে ৫২ টাকা দরে বিক্রি হচ্ছে, যা আগে ৪৮ টাকা কেজি বিক্রি হতো। এছাড়া কেজিপ্রতি নাজিরশাইল ৬৬ থেকে ৬৮ টাকা, বাংলামতি ৭৩ থেকে ৭৫ টাকা, পাইজাম আতপ ৬৩ থেকে ৬৫ টাকা, মিনিকেট চিকন ৬৬ থেকে ৬৮ টাকা, পোলাওর চাল ৯০ থেকে ৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে, কাঁচাবাজার গরম করে রেখেছে কাঁচামরিচ। নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম বেড়েছে কেজিপ্রতি প্রায় ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। প্রায় সব দোকানেই একই দাম- আড়াইশ গ্রাম ৫০ টাকা, কেজি ২০০ টাকা। হঠাৎ এমন দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।

এছাড়া, বিভিন্ন ধরনের সবজি কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকায় দরে বিক্রি হচ্ছে। করলাসহ দু-এক পদের সবজি ৫৫ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গাজর বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০ টাকায়। কেজিপ্রতি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা, রসুন ১০০ থেকে ১১০ টাকা, আদা ৯০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে মোটামুটি সহনীয় থাকলেও ইলিশের ধাওে কাছে যাওয়াও কঠিন সাধারণ ক্রেতাদের। এক কেজির ইলিশ ১৫০০ থেকে ১৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতাদের দাবি, ইলিশের সরবরাহ না থাকায় গত এক সপ্তাহের ব্যবধানে দুই থেকে তিনশ টাকা পর্যন্ত ইলিশের দাম বেড়েছে। তবে, অন্যান্য মাছের বাজার অনেকটাই সহনীয় রয়েছে।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024