Finance

১৩ মাস পর পোশাক রপ্তানিতে ভাটা পোশাক রপ্তানি
ছবি: উইকিমিডিয়া কমন্স/Fahad Faisal প্রতীকী ছবি

১৩ মাস পর পোশাক রপ্তানিতে ভাটা

Bangladesh Live News | @banglalivenews | 03 Oct 2022, 04:00 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩ অক্টোবর ২০২২ : করোনার প্রভাব থেকে ঘুরে দাঁড়ানোর ১৩ মাস পর আবারও বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে ভাটা পড়েছে। এ মাসে তৈরি পোশাক রপ্তানি কমেছে ৭ দশমিক ৫২ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে দেশের পণ্য বিশ্ববাজারে রপ্তানির বিপরীতে আয় হয়েছে ৩৯০ কোটি ডলার। এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের সেপ্টেম্বর মাসে রপ্তানি আয় হয়েছিল ৪১৬ কোটি ৫৪ লাখ ৫ ডলার। সেই হিসেবে আগের বছরের একই সময়ের চেয়ে আয় ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে।

মূলত তৈরি পোশাকের রপ্তানি কমার কারণেই রপ্তানি আয়ে ভাটা পড়েছে। ইপিবির সেক্টরওয়াইজ ডাটা পর্যালোচনায় দেখা গেছে, সেপ্টেম্বর মাসে ৩১৬ কোটি ১৬ লাখ ৭ হাজার ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে । এর আগের বছর অর্থাৎ ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ৩৪১ কোটি ৮৮ লাখ ৪ হাজার ডলার আয় হয়েছিল। অর্থাৎ গত বছরের সেপ্টেম্বরের তুলনায় ৭ দশমিক ৫২ শতাংশ কমেছে। ওভেন ও নিটওয়্যার,  উভয় ধরনের পোশাক রপ্তানিই কমেছে।

২০২১ সালের জুলাই মাসে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ২৮৮ কোটি ৭২ লাখ ২ হাজার ডলার, যা ২০২০ সালের জুলাই মাসের চেয়ে ১১ দশমিক ২ শতাংশ কম। সেই হিসাবে ২০২১ সালের আগস্ট থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ ১৩ মাস পর রপ্তানি আয় কমলো।

পোশাক রপ্তানি আয় কমে যাওয়ার বিষয়ে বিজিএমইএর সহ-সভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, ইউরোপ-আমেরিকার বাজারে বিকল্প খুঁজে বের করা হচ্ছে। দ্রুত সেসব দেশে পোশাক পণ্য রপ্তানি করা হবে।

বিজিএমইএর পরিচালক ও মুখপাত্র মহিউদ্দিন রুবেল বলেন, সেপ্টেম্বর থেকে যে প্রবৃদ্ধিতে মন্দা হবে, সে বিষয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল বিজিএমইএ। সেপ্টেম্বরের রপ্তানি পরিসংখ্যানে আশঙ্কা স্পষ্টতই প্রতিফলিত হলো।

তিনি বলেন, কোভিড পরবর্তী সময়ে বিশ্বব্যাপী খুচরা বাজার বিভিন্ন সংকটের কারণে ব্যাহত হচ্ছে। বিশেষ করে, কনটেইনারের অপ্রতুলতা ও সাপ্লাই চেইন সংকট, কাঁচামালের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি বৈশ্বিক মন্দার আবির্ভাবে খুচরা বিক্রিতে ধস নেমেছে। এ ছাড়া ক্রেতাদের পোশাকের চাহিদা কমছে। এসব সংকটে পোশাক শিল্প বিপর্যস্ত।

সর্বশেষ শিরোনাম

ব্যাংকিং খাতের আসল চিত্র জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Mon, Nov 28 2022

দেশে পর্যাপ্ত রিজার্ভ রয়েছে: প্রধানমন্ত্রী Sat, Nov 26 2022

দেশের অর্থনীতি গতিশীল ও নিরাপদ: প্রধানমন্ত্রী Fri, Nov 25 2022

ডিসেম্বর-জানুয়ারিতে মূল্যস্ফীতি কমবে: পরিকল্পনামন্ত্রী Wed, Nov 23 2022

রিজার্ভ কমে এখন ৩৪.২১ বিলিয়ন ডলার Tue, Nov 22 2022

গ্রাহক পর্যায়ে এখনই বিদ্যুতের দাম বাড়ছে না Tue, Nov 22 2022

অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিতে পরিকল্পিত শিল্পায়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর Mon, Nov 21 2022

৫০টি শিল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Sun, Nov 20 2022

৬ আরব দেশের সঙ্গে সমঝোতা, জ্বালানি-বাণিজ্য-বিনিয়োগে নতুন সম্ভাবনা Sat, Nov 19 2022

বৃহত্তর বিনিয়োগে সিঙ্গাপুরের উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান Fri, Nov 18 2022