Finance

সর্ব্বোচ্চ করদাতারা প্রথম বার পুরস্কৃত

সর্ব্বোচ্চ করদাতারা প্রথম বার পুরস্কৃত

| | 28 May 2013, 05:02 am
ঢাকা, জানুয়ারি ১ ঃ এই প্রথম সরকারের পক্ষ থেকে সর্ব্বোচ্চ করদাতা হিসেবে দশটি প্রতিষ্ঠান ও দশ জন ব্যক্তিকে ২০০৯-১০ সালের জন্য \'স্পেশাল কার্ড\' দিয়ে পুরস্কৃত করা হল।

 ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আয়োজিত গতকালের এক অনুষ্ঠানে অর্থ মন্ত্রী এ এম আ মুহিথ ট্যাক্স কার্ডের শংসাপত্র প্রাপকদের হাতে তুলে দেন। 

এই বিশেষ ট্যাক্স কার্ড যাঁরা পেয়েছেন, তাঁরা এক বছরের জন্য কিছু সুবিধা ভোগ করবেন। জাতীয় স্তরে মিউনিসিপ্যালিটি এবং করপোরেশনের অনুষ্ঠানগুলিতেও তাঁরা আমন্ত্রিত হবেন।

 জাতীয় বিমান সংস্থার উড়াণে বিদেশ ভ্রমনের জন্য টিকিট বুক করা এবং রেল ও জলপথে ঘুরতে রিজার্ভেশনের ক্ষেত্রেও এঁরা প্রাধান্য পাবেন।

এ ছাড়া, স্বামী, স্ত্রী এবং সন্তান সহ এঁদের পরিবারকে সরকারি হাসপাতালে ভর্তির ক্ষেত্রেও তাঁরা অগ্রাধিকার পাবেন বলে বলা হয়েছে।

"জাতীয় ক্ষেত্রে সর্ব্বোচ্চ কর দাতাদের স্বীকৃতি দেওয়ার জন্য সরকার এই ট্যাক্স কার্ড চালু করেছে। এর উদ্দেশ্য, সাধারন মানুষ, যাঁদের মধ্যে কর দেওয়া সম্পর্কে নেতিবাচক ভাবনা আছে, তাঁদের মানসিকতার পরিবর্তন ঘটান," মুহিথ তাঁর ভাষণে জানান। 

"আপনার থেকে কর নিয়ে সরকার তা দেশের উন্নয়নের কাজেই লাগায়," এ কথা বলে মন্ত্রী জানান দেশে কর থেকে প্রাপ্ত আয় এ দেশের জি ডি পি\'র মাত্র দশ থেকে এগারো শতাংশ, যেখানে অন্যান্য দেশে এই সংখ্যা ২০ থেকে ৩০ শতাংশ। এর মানে এখান কর থেকে আয় বাড়ানোর আরও অনেক বেশী সুযোগ আছে।

"ভবিষ্যতে শুল্ক নয়, বরং আয় কর, মূল্য কর এবং পরিষেবা করই ভবিষ্যতে সরকারের আয়ের মূল উৎস হতে চলেছে," মুহিথ বলেন।

এন বি আর চেয়ারম্যান গুলাম হোসেন বলেন, জন সংখ্যার নিরিখে বাংলাদেশে অন্তত ষাট লক্ষ কর দাতা থাকার কথা, কিন্তু বাস্তবে কর দেন মাত্র ১৩ লক্ষ মানুষ।

"এই ট্যাক্স কার্ড অন্যদের কর দিতে উৎসাহিত করবে। এর ফলে কর দাতাদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক      মনোভাগেরও সৃষ্টি হবে," তিনি আশা প্রকাশ করেন।

হোসেন বলেন, প্রথম বার বলে ট্যাক্স কার্ড দেওয়ার ব্যাপারটা বেশ খানিকটা দেরী হয়ে গেছে। তবে এবারে সরকার ২০১০-১১ এবং ২০১১-১২ সালের সর্ব্বোচ্চ আয়কর দাতাদের চলতি অর্থ বর্ষেই পুরস্কৃত করবে। 

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024