Finance

ভ্যাটের ঘাটতি পোষাতে হবেঃ হাসিনা

ভ্যাটের ঘাটতি পোষাতে হবেঃ হাসিনা

| | 13 Jul 2017, 11:45 pm
ঢাকা, জুলাই ১৪ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যে ভ্যাট আইন স্থগিত হওয়ার ফলে যে ২০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় কমতে পারে বলে ধারণা করা হচ্ছে তা কোনোভাবে পোষাতে হবে।

বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার এই বিষয়টি তুলে ধরেছেন।

 

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতেই হাসিনা এই কথাগুলি বলেছেন।

 

এর আগে, সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নতুন আইন কার্যকর করবার কথা  বলে ১৫ শতাংশ হারে ভ্যাট আদায় ধরে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছিলেন।

 

ভ্যাট বা মূল্য সংযোজন কর থেকে ৯১ হাজার ২৫৪ কোটি টাকা রাজস্ব আদায়ে হবে বলে ধারণা করেছিলেন হাসিনা।

 

তবে, সমালোচনার মাঝে ভ্যাট আইন কার্যকর এইবার করা হয়নি।

 

দুই বছরের জন্য এই আইন কার্যকরের প্রক্রিয়া পিছিয়ে গেছে।

 

নিজের বক্তব্য রাখার সময়, শেখ হাসিনা বলেনঃ "মাননীয় বিরোধীদলীয় নেতা বলেছেন, এতে রাজস্ব আদায়ের ক্ষতি হবে।"

 

" ক্ষতি কিন্তু হয়েছে। এই ভ্যাট আইন ধরে এবং মোবাইল ফোন থেকে কী আয় হবে, সেটা ধরে নিয়েই কিন্তু বাজেটটা করা হয়েছিল," উনি বলেন।

 

“আজকে ভ্যাট আইন স্থগিত করায় ২০ হাজার কোটি টাকা কম রাজস্ব আদায় কম হবে এবং সেটা যেভাবেই হোক আমাদের ব্যবস্থা করতে হবে," হাসিনা বলেন।

 


হাসিনা আশা প্রকাশ করেছেন যে  বাজেটে ১ লাখ ৫৩ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচিও ওনার সরকার বাস্তবায়ন করতে পারবেন।


প্রধানমন্ত্রী বলেনঃ "আমরা একটা ইতিহাস সৃষ্টি করেছি। ২০১৬-২০১৭ অর্থবছরে উন্নয়ন বাজেট ছিল ১ লাখ ১০ হাজার কোটি টাকা। এর মধ্যে ১ লাখ ৭ হাজার কোটি টাকাই কিন্তু আমরা ব্যয় করতে সক্ষম হয়েছি।"


নিজের সরকারের কথা তুলে ধরে, উনি বলেনঃ "এক লাখ কোটি টাকার উপর উন্নয়ন বাজেট বাস্তবায়ন করতে কে পেরেছে?"


"আমরা পেরেছি, আওয়ামী লীগ সরকার পেরেছে," উনি বলেন।

 

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024