Finance

মারুবেনি-হুন্ডাইয়ের সাথে বিদ্যুৎ প্রকল্প চুক্তি সরকারের

মারুবেনি-হুন্ডাইয়ের সাথে বিদ্যুৎ প্রকল্প চুক্তি সরকারের

| | 28 May 2013, 04:59 am
ঢাকা, ডিসেম্বর ২৭ ঃ হবিগঞ্জে ৩৯৯।২৮ মেগা ওয়াটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়তে বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড মারুবেনি কর্পোরেশন এবং হুন্ডাই এঞ্জিনীয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের কনসরটিয়ামের সাথে গতকাল ২,৯২৩ টাকার একটি চুক্তি স্বাক্ষর করল।

 এই চুক্তি অনুযায়ী, ঠিকাদার সংস্থাই বিবিয়ানা-৩ বিদ্যুৎ কেন্দ্র গড়ার জন্য সিংহ ভাগ অর্থ জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোয়াপরেশন এবং জাপানের অন্যান্য সংস্থার থেকে জোগাড় করবে। চালু হবার পর বিদ্যুৎ কেন্দ্রটি ন্যাশনাল গ্রিডে ২৭৩।৫৭ মেগা ওয়াট এবং পরে ৩৯৯।২৮ মেগা ওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে বলে ঠিক আছে।

মারুবেনি একটি জাপানী বিদ্যুৎ সংস্থা আর হুন্ডাই এঞ্জিনীয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোরিয়ার বহুজাতিক সংস্থা হুন্ডাই করপোরেশনের অধীনস্থ।

এই উপলক্ষ্যে ঢাকায় বিদ্যুৎ ভবনে একটি অনুষ্ঠানে অর্থ মন্ত্রী এ এম আ মুহিথ বলেন, বর্তমান সরকারের আমলে দেশে বিদ্যুৎ উৎপাদন. ক্ষমতা বেড়েছে., তবু ২০১৬ সালের মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা আছে।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024