Finance

টেন মিনিট স্কুলের শিক্ষার্থীদের কাছে ইন্টারনেটের ‘নিরাপদ ও যথার্থ’ ব্যবহার তুলে ধরল রবি

টেন মিনিট স্কুলের শিক্ষার্থীদের কাছে ইন্টারনেটের ‘নিরাপদ ও যথার্থ’ ব্যবহার তুলে ধরল রবি

| | 09 Jan 2017, 06:23 am
ঢাকা জানুয়ারি ৯: টেন মিনিট স্কুলের শিক্ষার্থীদের ইন্টারনেটের নিরাপদ ও যথার্থ ব্যবহার শেখাতে চার পর্বের প্রশিক্ষণের আয়োজন করেছে মোবাইল অপারেটর কোম্পানি রবি।

রবির ‘ইন্টারনেট ফর ইউ’ শীর্ষক করপোরেট দায়বদ্ধতা ক্যাম্পেইনের আওতায় এ কর্মসূচীর আয়োজন করা হয়। 


এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ডিজিটাল জীবনধারা, শিক্ষা ও আত্ম-উন্নয়নের পথকে সহজ করতে ইন্টারনেটের নিরাপদ ও কার্যকর ব্যবহার এবং অনলাইনে দায়িত্বশীল আচরণের ব্যপারে সচেতন হবে বলে প্রত্যাশা রবি’র।

দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম তিনটি পর্বে ‘টেন মিনিট স্কুল স্কিলস ডেভেলপমেন্ট’র শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এ সময় ইন্টারনেটের ক্ষমতা, সৃজনশীল ক্যাম্পেইন ও ডিজাইনের জন্য নানা ধরণের টুলস, ইন্টারনেটের নিরাপদ ব্যবহার এবং অনলাইন প্লাটফর্মে দায়িত্বশীল আচরণের বিষয়ে আলোচনা হয়।

পাঞ্জেরী বুক স্টোরে আয়োজিত সমাপনী পর্বে ‘টেন মিনিট স্কুল লাইভ’র শিক্ষার্থীদের তাদের অনলাইন শিক্ষকদের সাথে সাক্ষাতের সুযোগ করে দেয়া হয়। দেশের সবচেয়ে বড় অনলাইন স্কুলের মাধ্যমে কীভাবে ইন্টারনেটের ক্ষমতাকে নিরাপদভাবে কাজে লাগাতে পারে তা নিয়ে তারা আলোচনা করেন। কয়েক হাজার শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সমাপনী পর্বটি অনুষ্ঠিত হয়।

ইন্টারনেট বর্তমানে তরুণদের বড় বন্ধু এবং দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হিসেবে জায়গা করে নিয়েছে। যদিও অনেক তরুণ ইন্টারনেটের পুরো সম্ভাবনা সম্পর্কে জানেন না এবং ইন্টারনেটের যথাযথ ব্যবহার সম্পর্কে সচেতনতার অভাবে এটিকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারেন না।

দায়িত্বশীল অপারেটর হিসেবে রবি এই শূণ্যতাকে উপলব্ধি করে গত দুই বছরেরও বেশী সময় ধরে ‘ইন্টারনেট ফর ইউ’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়ন করছে। 


এ উদ্যোগের মাধ্যমে সারা দেশে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদেরকে কাছে ইন্টারনেটকে সামাজিকীকরণ, শিক্ষণ এবং আত্ম-উন্নয়নের মাধ্যম হিসেবে পরিচিত করানো হচ্ছে। এর মাধ্যমে তারা ইন্টারনেটের নিরাপদ ও কার্যকর ব্যবহার সম্পর্কে জানতে পারছে।

‘টেন মিনিট স্কুল’ হলো একটি কনটেন্টনির্ভর অনলাইন প্লাটফর্ম। এতে ৯১০টির বেশী ভিডিও টিউটোরিয়াল এবং হাজারো কুইজ রয়েছে। 


২ লাখের বেশী গ্রাহক এটি ব্যবহার করছে। রবি করপোরেট দায়বদ্ধতার অংশ হিসেবে ‘টেন মিনিট স্কুল’কে সহায়তা করছে। 


দেশের সবচেয়ে বড় অনলাইন স্কুলটি ব্যবহারের মাধ্যমে সমাজে বড় ধরণের ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে রবি এ সহায়তা প্রদান করছে।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024