Finance

সেপা চুক্তির জন্য শিগগির আলোচনা: মোদী ভারত-বাংলাদেশ | সেপা
সংগৃহিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সেপা চুক্তির জন্য শিগগির আলোচনা: মোদী

Bangladesh Live News | @banglalivenews | 06 Sep 2022, 11:37 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২২: বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে দুদেশের মধ্যে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (সেপা) জন্য শিগগির আলোচনা শুরু হবে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াদিল্লির ‘হায়দরাবাদ হাউস’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তিনি বলেন, 'ভারত এশিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার। এই বাণিজ্য এগিয়ে নিতে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির জন্য শিগগির আলোচনা শুরু করবো আমরা।'

ভারতের প্রধানমন্ত্রী বলেন, 'গত বছর আমরা একসঙ্গে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছি। গত ৬ ডিসেম্বর প্রথমবার একসঙ্গে উদযাপন করেছি ‘মৈত্রী দিবস’। আগামী দিনে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। এখন বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার এবং এই অঞ্চলে সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশ ও ভারতের বাণিজ্য দিনে দিনে বাড়ছে। আমরা আইটি, মহাকাশ এবং পরমাণুখাতে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ সরবরাহ লাইন নিয়েও বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে। দুদেশের মানুষে মানুষে যোগাযোগও বাড়ছে।'

নরেন্দ্র মোদী বলেন, 'বেশ কিছু বছরে আমাদের পারস্পরিক সহযোগিতা বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমি দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করেছি। করোনা মহামারি ও সাম্প্রতিক বৈশ্বিক ঘটনাপ্রবাহ থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে।'

বন্যা মোকাবিলায় বাংলাদেশের প্রতি ভারত সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উল্লেখ করে মোদী বলেন, 'এরই ধারাবাহিকতায় আমরা বন্যা সতর্কতার বিষয়ে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান করছি। আমরা সন্ত্রাসবাদ বিষয়েও আলোচনা করেছি। আমাদের বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠতে পারে এমন অপশক্তি দমনে আমাদের একসঙ্গে পদক্ষেপ নেওয়া অপরিহার্য।'

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024