Finance

নতুন ফিচার নিয়ে রবি কৃষিবার্তা

নতুন ফিচার নিয়ে রবি কৃষিবার্তা

| | 19 Nov 2015, 10:25 am
ঢাকা, নভেম্বর ১৯: আরো গ্রাহক বান্ধব ফিচার নিয়ে ‘রবি কৃষিবার্তা’ ভ্যালু অ্যাডেড সার্ভিসটি (ভ্যাস) সম্প্রতি নতুন করে সাজিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি।

নতুন করে সাজানো ‘রবি কৃষিবার্তা’র আওতায় বর্তমান এগ্রি কল সেন্টারে আইভিআর (ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স) পদ্ধতিতে রেকর্ডকৃত কৃষিবিষয়ক তথ্যাবলী পাবেন গ্রাহকরা। সেবাটি সপ্তাহের প্রতিদিন ২৪ ঘন্টাই গ্রহণ করা যাবে। এছাড়া কল সেন্টারের মাধ্যমে (প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা) গ্রাহকরা যেন সরাসরি কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে সংশ্লিষ্ট তথ্যাবলী পেতে পারেন এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

সেবাটি গ্রহণ করার জন্য গ্রাহকদের ২৭৬৭৬ শর্ট কোডটি ডায়াল করতে হবে। নিবন্ধন নিশ্চিত হওয়ার পর ব্যবহারকারীরা ২৭৬৭৬ নাম্বারে ডায়াল করে আইভিআর কন্টেন্ট শুনতে এবং কৃষি বিশেষজ্ঞদের সাথে কথা বলার সুযোগ পবেন। এছাড়া নিবন্ধিত রবি গ্রাহকরা প্রতিদিন সকালে ২৭৬৭৬ নাম্বার থেকে আবহাওয়া সংক্রান্ত রেকর্ডকৃত নির্দিষ্ট তথ্যাবলী শুনতে পারবেন। কৃষকদের জন্য বুঝতে সহজ হয় এমনভাবেই আইভআর কন্টেন্টগুলো সাজানো হয়েছে। প্রতি সপ্তাহেই কন্টেন্টগুলো হালনাগাদ করা হবে। আইভিআর অংশে নতুন ও পূর্ববর্তী উভয় কন্টেন্টই পাওয়া যাবে। নির্দিষ্ট ঋতুর ওপর ভিত্তি করে কন্টেন্টগুলো আপলোড করা হবে।

 

কৃষকদের উদ্দেশে বিষয়ভেদে আলাদা আলাদা কন্টেন্ট নিয়ে সাজানো হয়েছে ‘রবি কৃষিবার্তা’। এর মাধ্যমে আধুনিক ডাটাবেজ ব্যবহার করে গ্রাহকবান্ধব বিশেষায়িত কন্টেন্ট প্রদান করা হয়। দেশের কৃষকরা যেন সেবাটি স্বচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন এজন্য ভ্যাসটি সহজে বোধগম্য হয় এমনভাবে তৈরি করা হয়েছে। সেবাটির আওতায় এখন আবহাওয়ার তথ্য, উৎপাদন ও চাষবাস বিষয়ক কৌশল, রোগ ও পোকা-মাকড় বিষয়ক তথ্যাবলী, শষ্যের পুষ্টি ও পানির ব্যবহার, দাম, চাহিদা ও বর্তমান মজুদ, শিক্ষা ও স্বাস্থ্য এবং সরকারী ও বেসরকারী বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কিত তথ্যাবলী গ্রহণ করা যাবে।

 

দেশের কৃষকদের প্রয়োজনের দিকগুলো মাথায় রেখে মূলত এই সেবাটি চালু করা হয়েছে। তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি অথবা কৃষি-বিষয়ক শিল্পের সাথে যুক্ত এমন যে কেউ এই সেবাটি গ্রহণ করে উপকৃত হতে পারেন। দেশের সার্বিক কৃষি অর্থনীতিতে ভূমিকা রাখাই ‘রবি কৃষিবার্তা’র উদ্দেশ্য।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024