Finance

ক্যাম্বোডিয়ায় ৪.৫জি সেবা চালু করল স্মার্ট আজিয়াটা

ক্যাম্বোডিয়ায় ৪.৫জি সেবা চালু করল স্মার্ট আজিয়াটা

| | 29 Aug 2017, 11:03 am
ঢাকা, আগস্ট ২৯ঃ ক্যাম্বোডিয়ায় বাণিজ্যিকভাবে ৪.৫জি সেবা চালু করেছে দেশটির শীর্ষ মোবাইল ফোন অপারেটর স্মার্ট আজিয়াটা। সম্প্রতি দেশটির ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এইচ. ই. ট্রাম ইভ টেক’র উপস্থিতে অত্যাধুনিক এ সেবাটি চালু করে অপারেটরটি। মালয়েশিয়া-ভিত্তিক আজিয়াটা বারহাদ বাংলাদেশের মোবাইল ফোন অপারেটর রবি’র মূল কোম্পানি।

‘৪.৫জি বিপ্লব: ৫জি’র পথে’ শিরোনামে আয়োজিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজি’র সাথে নতুন প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত তুলে ধরে। সর্বশেষ এই প্রযুক্তিটি এলটিই অ্যাডভান্স প্রো নামে পরিচিত যা গ্রাহকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি ৪.৫জি নেটওয়ার্কে নিরবিচ্ছিন্ন যোগাযোগে সহায়ক হবে বলে অপারেটরটির প্রত্যাশা। স্মার্ট গত তিন বছরে মোবাইল টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছে।

 

২০১৪ সালে স্মার্ট ক্যাম্বোডিয়ায় প্রথমবারের মতো ফোরজি এলটিই সেবা চালু করে। ২০১৬ সালে বিভিন্ন তরঙ্গের সমন্বয়ের মাধ্যমে ফোরজি+ সেবা চালু করে অপরেটরটি এবং প্রথমবারের মতো দেশের সব প্রদেশে ফেরজি সেবা পৌঁছে দেয়। দেশটিতে ইন্টারনেট সেবায় এগিয়ে থাকার লক্ষ্যে ফোরজি+ সেবার সাথে এইচডি ভয়েস চালু করে অপারেটরটি।

 

স্মার্ট আজিয়াটা’র সিইও থমাস হাট বলেন, “আমাদের লক্ষ্য দেশে অত্যাধুনিক প্রযুক্তির টেলিযোগাযোগ সেবা প্রদান করা। নেটওয়ার্ক বিস্তার এবং মানসম্মত মোবাইল ইন্টারনেট সেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু করতে আমরা ২০১৬ সালে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০১৭ সালে ৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছি।”

 

স্মার্ট আজিয়াটা কোম্পানি লিমিটেড ক্যাম্বোডিয়ার শীর্ষ মোবাইল ফোন অপারেটর, যার গ্রাহক সংখ্যা ৮ মিলিয়ন। এটি এশিয়ার সবচেয়ে বড় টেলিযোগাযোগ গ্রুপ আজিয়াটার একটি কোম্পানি। স্থানীয় ও বিদেশীসহ ১ হাজার কর্মী নিয়ে কার্যক্রম পরিচালনা করে অপারেটরটি।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024