Finance

দীর্ঘমেয়াদি চুক্তিভিত্তিক এলএনজি ক্রয় প্রস্তাব অনুমোদন এলএনজি
ছবি: ওয়ালপেপার কেভ প্রতীকী ছবি

দীর্ঘমেয়াদি চুক্তিভিত্তিক এলএনজি ক্রয় প্রস্তাব অনুমোদন

Bangladesh Live News | @banglalivenews | 10 Aug 2023, 07:36 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১০ আগস্ট ২০২৩ : অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে এলএনজি ক্রয়ের জন্য পৃথক দু’টি কোম্পানীর নিকট থেকে প্রাপ্ত দু’টি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে। ২০২৬ সাল থেকে ১৫ বছর মেয়াদি এই চুক্তির কার্যকারিতা শুরু হবে। বুধবার অর্থমন্ত্রী এইচএম মুস্তাফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সিসিইএ’র এবছরের ১৭তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো.আমিন উল আহসান সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, সিসিইএ’র আজকের সভায় মোট ৪টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

তিনি জানান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পৃথক দুটি প্রস্তাব অনুযায়ী, পেট্রোবাংলা ২০২৬ সাল থেকে শুরু করে ১৫ বছরের দীর্ঘমেয়াদী ব্যবস্থার অধীনে মহেশখালীতে অবস্থিত এক্সেলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেড থেকে ১ থেকে ১.৫ এমটিপিএ এলএনজি ক্রয় করবে।

মো.আমিন উল বলেন, ১৫ বছরের আরেকটি দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় পেট্রোবাংলা ২০২৬ সাল থেকে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড থেকে ১.৫ এমটিপিএ এলএনজি ক্রয় করবে।

তিনি জানান, বিদ্যুৎ বিভাগের অপর এক প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) ঘোড়াশাল ৩য় ইউনিট রিপাওয়ার্ড কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট এর জন্য প্রধান উৎপাদনকারী কোম্পানি জেনারেল ইলেকট্রিক (সুইজারল্যান্ড) জিএমবিএইচ থেকে সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) অধীনে ক্ষতিগ্রস্ত গ্যাস টারবাইন কম্প্রেসার মেরামত সংক্রান্ত পরিষেবাগুলো সংগ্রহ করবে। এছাড়া, এদিনের সিসিইএ বৈঠকে সরকারি-বেসরকারি- অংশীদারিত্ব (পিপিপি) পদ্ধতির আওতায় ‘পূর্বাচল নিউ টাউনে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ বাস্তবায়নের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পূর্বাচল নিউ টাউন প্রকল্পে টেকসই ও পরিবেশবান্ধব পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে রাজউক এই প্রকল্পটি বাস্তবায়ন করবে।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024